দিল্লির একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে এখনও পর্যন্ত ১১ জনের হয়েছে বলে খবর। মৃতরা প্রত্যেকেই ১১ কারখানার কর্মী। এখনও ২ জনের কোনও খোঁজ নেই। তাঁরা ভস্মীভূত কারখানার ভিতরই আটকা পড়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনা দিল্লির আলিপুর এলাকার দয়ালপুরে। আচমকা দুটি রঙের গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা। আজ শুক্রবার সকালে, ভস্মীভূত কারখানাটির ধ্বংসস্তুপ খতিয়ে দেখতেই ১১ জনের দেহ উদ্ধার হয়। এছাড়াও এক পুলিশকর্মী সহ ৪ জন ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দীর্ঘ ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই চলে যায় ১১টি প্রাণ। এদিকে দমকল সূত্রে খবর, আগুন ছড়িয়ে পড়ার আগে বিকট শব্দে বিস্ফোরণে শুনতে পান এলাকাবাসী। রঙের কারখানার গুদামে মজুত রাসায়নিক থেকে বিস্ফোরণ ও তার থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারখানার পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়িতেও।