Sunday, May 4, 2025

দ্বিতীয় দফার কৃষক আন্দোলনে প্রথম ‘শহিদ’, কাঁদানে গ্যাসের ‘আশীর্বাদ’?

Date:

কৃষকদের দাবি নিয়ে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনে আসা ৭৮ বছরের এক কৃষকের মৃত্যু হল শুক্রবার সকালে। কেন্দ্র সরকারের দমনমূলক নীতির প্রতিবাদ করতে গিয়ে দ্বিতীয় দফার আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশের কৃষক মহল। ১৩ মাস ধরে প্রথম দফার আন্দোলনে মৃত্যু হয়েছিল প্রায় ৭৫০ কৃষকের। পুলিশের প্রবল প্রতিরোধ, যুদ্ধের ময়দানের মতো কাঁদানে গ্যাসের বৃষ্টিতে উপেক্ষা করেও দিল্লি যাওয়ার জেদ নিয়ে সীমান্তে জোর ধাক্কা জারি কৃষকদের।

এই শম্ভু সীমান্তে গত তিনদিন ধরে লাগাতার কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে দিল্লি পুলিশ। কৃষকদের অগ্রগতি আটকাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাসের সেল উড়িয়ে এনে কৃষকদের মাঝে ফাটানো হচ্ছে। সেই গ্যাসের কারণে ইতিমধ্যেই অসুস্থ অনেক কৃষক। শুক্রবার মৃত জ্ঞান সিংয়ের বাড়ি পাঞ্জাবে গুরুদাসপুর জেলার চাচোকি গ্রামে। এই আন্দোলনে মৃত্যুর ঘটনা এই প্রথম।

শুক্রবার সকালে দিল্লির শম্ভু সীমান্তে আন্দোলনরত কৃষকদের মধ্যে ৭৮ বছরের জ্ঞান সিং হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে পাঞ্জাবে রাজপুরের সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

কৃষক ও কেন্দ্রের মধ্যে এর মধ্যে তিনবার আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। দিল্লি গিয়ে নিজেদের দাবি পেশের দাবিতে অনড় প্রায় ২৫টির বেশি কৃষক সংগঠন। এই পরিস্থিতিতে একমাসের জন্য ১৪৪ ধারা জারি থেকে শব্দ কামানের প্রয়োগ, কোনও কিছুই বাকি রাখেনি মোদি সরকার। কৃষকদের প্রতি কেন্দ্রের সরকারের যে কোনও সমবেদনা নেই তা কৃষক মৃত্যুর মধ্যে দিয়ে আরও একবার সামনে আসছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version