Monday, August 25, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের, একাধিক নজির উইলিয়ামসনের

Date:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের। এদিন দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের ৭ উইকেটে হারায় কিউইরা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ দখলে করলো নিউজিল্যান্ড। সৌজন্যে কিউইর তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর এই রানের সুবাদে একাধিক নজিরও গড়েন উইলিয়ামসন।

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে জোড়া শতরান (১১৮ রান, ১০৯ রান) করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সেই ফর্ম বজায় রেখেছেন দ্বিতীয় টেস্টেও। দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত রইলেন উইলিয়ামসন।আর সেই সঙ্গে টেস্টে দ্রুতগতিতে ৩২তম শতরান পূর্ণ করলেন তিনি। পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে। ১৭৪টি ইনিংসে ৩২টি শতরান করেছেন স্মিথ। এদিকে কেন উইলিয়ামসন এই মাইলস্টোন গড়তে সময় নিলেন ১৭২টি ইনিংস। উইলিয়ামসন এই পারফরম্যান্সের সুবাদে পিছনে ফেলে দিলেন রিকি পন্টিং, সচিন তেন্ডুলকর, ইউনিস খানের মতো ব্যাটারকেও। স্মিথের আগে এই রেকর্ড রিকি পন্টিংয়ের দখলে ছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টেস্টে ৩২তম শতরান করেছিলেন ১৭৬তম ইনিংসে। তার আগে রেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ১৭৯তম ইনিংসে ৩২তম টেস্ট শতরান করেছিলেন। তারও আগে পাকিস্তানের ইউনিস খান এই মাইলফলক স্পর্শ করেছিলেন ১৯৩তম টেস্ট ইনিংসে। এছাড়াও আরও একটি নজির গড়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ষষ্ঠ শতরান করলেন তিনি। এই দু’দেশের টেস্টে এর থেকে বেশি শতরান কারও নেই।

আরও পড়ুন- দ্রাবিড়-জয় শাহ’দের কথা শুনলেন না ঈশান, খেললেন না রঞ্জি ম্যাচ

 


Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version