Saturday, August 23, 2025

ক্ষমতায় বসার মাসখানেক আগে পুতিনের বিরোধীনেতার ‘অস্বাভাবিক’ মৃত্যু!

Date:

জেলের মধ্যে অস্বাভাবিক মৃত্যু রাশিরায় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধী পক্ষের নেতা অ্যালেক্সেই নাভালনি (Alexei Navalny)। রাশিয়ার ইয়ামালিয়ায় আর্কটিক সংশোধনাগারে (Arctic prison) নিজের সাজা কাটার সময়ের মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার সকালে। যদিও নাভালনির সমর্থকরা এই ঘটনাকে রাশিয়ার খুন করে দাবি করেছেন।

রাশিয়ার পুতিন সরকার ও বিত্তশালীদের দুর্নীতি নিয়ে প্রবল সমালোচনা করে প্রথমবার প্রচারের আলোয় আসেন অ্যালেক্সেই নাভালনি। ২০২০ সালে আদালত অবমাননার দায়ে তাঁর প্রথমবার জেলের সাজা হয়। সেই বছরই স্নায়ুতন্ত্রে বিষক্রিয়া করে তাঁকে বিষক্রিয়া করে মারার চেষ্টা করা হয়। জার্মানির হাসপাতালে চিকিৎসা করে তাঁর প্রাণ বাঁচে। সুস্থ হওয়ার পর ২০২১ সাল থেকে টানা জেল হেফাজতে নাভালনি।

শুক্রবার রাশিয়ার ফেডেরাল পেনিটেনশিয়ারি সার্ভিসের (Federal Penitentiary Service) পক্ষ ঘোষণা করা হয় নাভালনির মৃত্যুর খবর। জানানো হয় সকালে হাঁটতে বেরিয়ে ছিলেন নাভালনি। ফিরে এসেই অসুস্থ বোধ করেন। তারপরই সংজ্ঞা হারিয়ে ফেলেন। ডাক্তাররা অনেক চেষ্টাতেও জ্ঞান ফেরাতে পারেননি। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় রাষ্ট্রপতি পুতিনকেও।

তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুতিন প্রশাসনের বিরোধিতায় সরব হন নাভালনির সমর্থকরা। তাঁদের দাবি নাভালনিকে খুন করা হয়েছে। পাশাপাশি তাঁরা দাবি করেন নাভালনির মৃত্যুর রাশিয়ার মানুষের সেই পরিস্থিতির কথা তুলে ধরছে যারা পুতিনের নিপীড়নের শিকার, এমনকি নাভালনির জীবন দিয়ে তা প্রমাণিত হল। তাঁর সমর্থকদের পাশাপাশি পশ্চিমের দেশগুলি পুতিনের সমালোচনায় সামিল হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version