Thursday, August 28, 2025

ভিডিও বানাতে আর কোনও অসুবিধা নেই। সে রিলস (Reels) হোক বা ব্লগ চোখের নিমেষেই কাজ হাসিল করবে এই টুল (Tool)। শুধুমাত্র অ্যাপে লিখলেই চলবে। বাকিটা বুঝে নেওয়া হবে। হ্যাঁ, এমনি এক নয়া চালু করল মাইক্রোসফটের সাহায্যপ্রাপ্ত OpenAI। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ভিত্তিক টুলটির নাম ‘Sora’। এর আগে ChatGPT লঞ্চ করে প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব এনেছে মাইক্রোসফটের সংস্থাটি। এবার ‘Sora’ লঞ্চ করে বড় চমক দিল OpenAI। তবে এই প্রথম নয়, অতীতে একইরকম প্রযুক্তির ব্যবহার করে সাড়া ফেলেছে গুগল, মেটার মতো তথ্যপ্রযুক্তি জায়ান্ট। তবে ‘Sora’ চালু হওয়ার ফলে তা আরও যুগান্তকারী হবে বলে মত বিশেষজ্ঞদের। তবে এখনই এই টুল ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ। পাশাপাশি তড়িঘড়ি কেন এই টুল চালু করা হল, সেই বিষয়টি নিয়ে খুব বেশি তথ্যও জানায়নি OpenAI।

তবে সংস্থার তরফে সাফ জানান হয়েছে, এই টুলের মাধ্যমে কতক্ষণ ভিডিয়ো এডিট করা যাবে। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে ‘সোরার’ তৈরি করা ভিডিয়ো পোস্ট করে OpenAI-র তরফে বলা হয়েছে, সোরা লঞ্চ করা হচ্ছে, এটা নয়া টেক্সট-টু-ভিডিয়ো মডেল। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিয়ো তৈরি করতে পারে এই সোরা। এই টুলে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলের পাশাপাশি সবকিছুই এক মুহূর্তে বুঝতে পারবেন ব্যবহারকারীরা।

তবে OpenAI-র তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তা টোকিয়োর বলে জানা গিয়েছে। পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ব্যস্ত শহরের মধ্যে দিয়ে ক্যামেরা ছুটে চলেছে। সিনেমায় যেমন দৃশ্য থাকে, সেরকমই এডিটিং দেখা যাবে এই টুল ব্যবহার করলে। হচ্ছে। তবে এমন ঘোষণার পর OpenAI-র সিইও স্যাম অল্টম্যানের উদ্দেশ্যে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে OpenAI-র তরফে সাফ জানানো হয়েছে, সাধারন মানুষের জন্য ‘সোরা’ টুল লঞ্চ করার আগে সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে ভুয়ো তথ্য, ঘৃণামূলক কনটেন্ট যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর দেবে সংস্থাটি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version