Monday, August 25, 2025

ব্লু-টিকধারী জেহাদি সংগঠন! সন্ত্রাসবাদীদের টাকায় ফুলেফেঁপে উঠছে মাস্কের ‘এক্স’

Date:

সন্ত্রাসবাদী সংগঠনগুলির থেকে পাওয়া বিপুল অর্থে ফুলে ফেঁপে উঠছে মাইক্রো ব্লগিং সংস্থা এক্স। শুনতে আশ্চর্য লাগলেও প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিয়মে এক্স-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে জেহাদের বিষ। এই সবকিছু জেনেও শিবনেত্র হয়ে বসে রয়েছেন এক্স কর্তা এলন মাস্ক।

‘টেক ট্রান্সপারেন্সি প্রোজেক্ট’ নামের সংস্থা এক্স-এর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে। যেখানে বিস্ফোরক দাবি করে বলা হয়েছে, আমেরিকায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলো দিব্বি এক্স হ্যান্ডেল ব্যবহার করছে। শুধু তাই নয়, টাকা দিয়ে নিজেদের হ্যান্ডেলের জন্য ‘ব্লু টিক’ও কিনেছে তারা। মাত্র কয়েক ডলারের বিনিময়ে মাইক্রো-ব্লগিং সাইটটিকে প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলেছে জেহাদিরা। সবটা জেনেও চুপ করে বসে রয়েছেন টেকদুনিয়ার ধনকুবের এলন মাস্ক। রিপোর্টে আরও বলা হয়েছে, যেহেতু এখন টাকার বিনিময়ে এক্স হ্যান্ডেলে প্রচার করা সম্ভব, তাই নতুন আইনি জটিলতা দেখা দেবে এবং ফেক নিউজের রমরমা ঠেকানো আরও কঠিন হয়ে উঠবে।

বর্তমানে মাসিক ৮ ডলারের বিনিময়ে এক্স-এ পাওয়া যায় ব্লুটিক পরিষেবা। যার ফলে দীর্ঘ বয়ান লেখা যায় ও বেশি প্রচার পাওয়া যায়। প্রাক টুইটারে ব্লু টিকের অর্থ ছিল ভিভিআইপিদের ভেরিফায়েট প্রোফাইল। এখন সেটাই টাকার বিনিময়ে বিক্রি হওয়ায় ব্লুটিক কিনেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা থেকে শুরু করে আল কায়দা, ইসলামিক স্টেটের মতো গ্লোবাল জেহাদি দলগুলো। এই মাইক্রো ব্লগকে হাতিয়ার করে বিশ্বজুড়ে ছড়ানো হচ্ছে জেহাদের বিষ। আর এই সবটাই চলছে মার্কিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version