Monday, November 10, 2025

বিহারে ‘পল্টুরাম’ সরকারের পালাবদলের পরও যে কংগ্রেসের হাত আরজেডির হাতেই ধরা রয়েছে, তার আরও একবার প্রমাণ মিলল শুক্রবার। বিহারের রাস্তায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার সারথি হলেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সাসারামের পথে লাল হুড খোলা গাড়িতে রাহুল গান্ধীর চালক খোদ তেজস্বী যাদব।

বেশি সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও আরজেডির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীত্বের দাবি ছেড়ে দিয়ে জায়গা করে দেওয়া হয় নীতীশ কুমারকে। সেই সম্পর্কের তোয়াক্কা না করেই ১৭ মাসের মন্ত্রীসভা নতুন বছরের শুরুতে ভেঙে দিয়ে এনডিএ জোটে সামিল হয়েছেন নীতীশ। ইন্ডিয়া জোটের জন্য সেটা প্রথম জোর ধাক্কা হলেও আরজেডি-র পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। অন্তত বিহারে বিজেপি বিরোধী জোটকে টিকিয়ে রাখতে সম্মানজনক পথ বেছে নিয়েছে জাতীয় কংগ্রেস।

গত কয়েকদিন ধরে বিহারে ভারত জোড়ো ন্যায় যাত্রার বিহারে দ্বিতীয় পর্যায়ে ঘুরছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবারই সেই যাত্রায় যোগ দেওয়ার জন্য সাসারামে পৌঁছান। সেখানে একই সঙ্গে রাত্রিবাসের পর শুক্রবার সকালে যাত্রার শরিক হন তেজস্বী। তখনই গাড়ি চালানোর জন্য তেজস্বীকে প্রস্তাব করেন রাহুল। সেই মতো তেজস্বী তাঁকে কৃষকদের মাঝে নিয়ে যান। দুজনেই কথা বলেন কৃষকদের সঙ্গে। এরপরও গোটা দিন যাত্রায় রাহুলের সঙ্গেই ঘোরেন তেজস্বী। মোহনিয়ার জনসভায় রাহুল গান্ধীর আগে বক্তব্যও রাখেন তেজস্বী যাদব।

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version