Wednesday, November 12, 2025

“২০২৯-এ ভারতকে বিজেপি মুক্ত করবে আপ”, আস্থাভোটে জয়ের পর কেজরি

Date:

প্রত্যাশামতোই শনিবার দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয় পেল আপ। এরপরই দৃপ্ত কণ্ঠে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে দিলেন ২০২৯ সালে ভারতকে বিজেপি মুক্ত করবে আম আদমি পার্টি। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ সরকার থাকা সত্ত্বেও কেন হঠাৎ এই আস্থাভোট শনিবার তার ব্যাখ্যা দিলেন কেজরি।

শুক্রবার দিল্লি বিধানসভায় আস্থাভোটের ঘোষণা করেছিলেন আপ প্রধান কেজরিওয়াল। সেইমতো শনিবার আম আদমি পার্টির ৬২ জন বিধায়কের মধ্যে ৫৪ জন উপস্থিত ছিলেন আস্থা ভোটে। ধ্বনি ভোটে গৃহীত হয় ভোট। আর প্রত্যাশামতোই সেই ভোটে জয়ী হয় কেজরিওয়ালের দল। এরপরই হঠাৎ আস্থাভোট ডাকা প্রসঙ্গে কেজরি বলেন, “কক্ষে আমরাই সংখ্যাগরিষ্ঠ। তবুও আস্থা ভোট দরকারি, কেননা বিজেপি আপ বিধায়কদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।” পাশাপাশি এদিন বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে দিল্লি মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ‘রামভক্ত’ হওয়ার দাবি করে অথচ। হাসপাতালে গরিব মানুষদের ওষুধ দেওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি দৃপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেন, “যদি এবার বিজেপি জিতেও যায়, আপ ২০২৯ সালে দেশকে বিজেপিমুক্ত করবেই।”

উল্লেখ্য, এর আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কেজরিওয়াল জানিয়েছিলেন, আপের বিধায়কদের টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, “ওঁরা বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছেন বিজেপিতে যোগ দিতে। পরে আমরা খোঁজ করে দেখেছি, ২১ নয়, ৭ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি।” যার জেরেই বিধানসভায় এদিন আস্থা ভোটের ডাক দেন অরবিন্দ কেজরিওয়াল।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version