মুম্বইয়ে অগ্নিকাণ্ড! ক্ষতিগ্রস্ত ১৫টি দোকান বাড়ি, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

মুম্বইয়ের (Mumbai) গোবান্দি বাইগানওয়াড়ির কাছের এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire incident) ঘটনা। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ১৫টি দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ভোর রাতের এই ঘটনায় প্রাথমিকভাবে এলাকাবাসীরাই আগুন নেভাতে শুরু করেন। পরবর্তীতে প্রায় দশটি ইঞ্জিন সেখানে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায় বস্তি এলাকায় দোকান এবং বাড়িগুলো খুব কাছাকাছি থাকায় একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া সেখানে প্লাস্টিক শিট, এলপিজি সিলিন্ডার, কাঠের সামগ্রীর মতো দাহ্য বস্তু মজুত থাকায় ঘটনা মারাত্মক আকার নেয়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সময়মতো পুলিশ সেখানে না পৌঁছানায় ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। হতাহতের কোনও খবর মেলেনি।


Previous articleটিভির ভলিউম বাড়িয়ে নৃশংস খুন আট বছরের শিশুকে
Next article‘নায়িকা সংবাদ’-এ বিষাদের সুর, প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক!