Friday, November 7, 2025

ভারত বিরোধিতার অভিযোগ, কেন্দ্রের চাপে দেশ ছাড়লেন ফরাসি সাংবাদিক

Date:

ভারত বিরোধী লেখালেখির অভিযোগে কেন্দ্রের চাপে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন ফরাসি সাংবাদিক ভেনেসা ডগনাক। এই সাংবাদিকের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ ছিল তাঁর লেখা নিবন্ধগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এই ঘটনার জেরে চলছিল মামলাও। এরইমাঝে ভারত ছাড়লেন ভেনেসা। যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেন তিনি। যেখানে উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে চলতে থাকা আইনি প্রক্রিয়ার জন্য আর অপেক্ষা করতে রাজি নন। সোশ্যাল মিডিয়ায় ওই বিদেশী সাংবাদিক লেখেন, “আজ আমি ভারত ছাড়ছি। ২৫ বছর আগে যে দেশে এসেছিলাম পড়ুয়া হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছি ২৩ বছর। এখানেই আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি এবং একেই আমি আমার বাড়ি বলতাম।” একইসঙ্গে তিনি জানান, “ভারত তিনি স্বেচ্ছায় ছাড়ছেন না। বরং ভারত সরকারই তাঁকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করল।”

প্রসঙ্গত, লা ক্রক্স ও লা পয়েন্টের মতো ফরাসি প্রকাশনার করেসপন্ডেন্ট ছিলেন তিনি। পাশাপাশি বেলজিয়ান দৈনিক লা সয়র ও সুইস সংবাদপত্র লা টেম্পসেও কাজ করতেন ভেনেসা। গতমাসে কেন্দ্রের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে এই সাংবাদিককে নোটিশ দেওয়া হয়। যেখানে বলা হয়, ভেনেসার ওসিএল কার্ড বাতিল হতে পারে। কেননা তিনি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে কোনও বিশেষ অনুমতি ছাড়াই সাংবাদিকতা করছিলেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের চাপের মুখে দেশ ছাড়লেন ওই বিদেশী সাংবাদিক।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version