Saturday, May 17, 2025

উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে পিছল সভা! রবিবারই সন্দেশখালিতে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। আর সেকারণেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই রবিবার সন্দেশখালিতে (Sandeskhali) সভা বাতিলের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের (TMC)। তবে রবিবার তৃণমূলের সভার পরিবর্তে সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) এবং সুজিত বসু (Sujit Bose)। সঙ্গে থাকবেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক তথা বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামও। আগামীকালই সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তাঁরা। সূত্রের খবর, রবিবারের পরিবর্তে ৩ মার্চ সভা করতে পারে তৃণমূল কংগ্রেস। সেদিনের সভায় উপস্থিত থাকবেন পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ দলের একাধিক উচ্চপদস্থ নেতাকর্মীরা।

সময় যত গড়াচ্ছে বিরোধীদের একের পর এক গাজোয়ারির কারণে বারবার অশান্ত হয়ে উঠছে সন্দেশখালি। পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ইতিমধ্যে ঘটনায় দোষীদেরও গ্রেফতার করা হয়েছে। তবে রবিবার, ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে সভা হওয়ার কথা থাকলেও শনিবারই সভার দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সেকারণেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, সভার জন্য মাইক বাজানো হলে এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হতে পারে। তাই দলের তরফে সাফ জানানো হয়েছে আগামী ২৯ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ৩ মার্চ সন্দেশখালিতে ওই সভা করবে তৃণমূল।

তবে সভা আপাতত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও রবিবারই রাজ্যের সেচ এবং শিল্পোদ্যোগ মন্ত্রী পার্থ ভৌমিক, দমকলমন্ত্রী সুজিত বসু যাচ্ছেন সন্দেশখালিতে। সঙ্গে থাকার কথা রয়েছে শেখ নুরুল ইসলামেরও। তাঁরা সেখানে গিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘরোয়া বৈঠকের পাশাপাশি স্থানীয়দের অভাব, অভিযোগের কথা শুনবেন। কথা বলবেন বর্তমান পরিস্থিতি নিয়েও। দুপুর ১২ টায় ন্যাজাট পৌঁছবেন তাঁরা। তারপর একটি কর্মী সভা করার কথা রয়েছে তৃণমূলের। সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ অভিযোগ, সন্দেশখালিতে উত্তেজনার জন্য দায়ী গেরুয়া বাহিনী। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, ১৭ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, সবাই ধরা পড়েছে। একটা এলাকাকে অশান্ত করার লাগাতার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সন্দেশখালিতে ‘আরএসএসের বাসা’ রয়েছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।

 

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...