রেশন মামলায় ধৃত শঙ্কর আঢ্যর জামিনের আবেদন পাত্তাই দিল না আদালত

যদিও শঙ্করের এই অভিযোগ আমল দেননি বিচারক

রেশন মামলায় ধৃত শঙ্কর আঢ্যর জামিনের আবেদন পাত্তাই দিল না আদালত। হার্টে ব্লকেজ রয়েছে কিন্তু জেলে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না বলে শনিবার আদালতে অভিযোগ করেন শঙ্কর। এদিন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান আদালতকে জানিয়েছেন, তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীতে ৫০ শতাংশ ব্লকেজ রয়েছে। কিন্তু তার চিকিৎসার জন্য যে মেডিক্যাল পরীক্ষাগুলি করানোর দরকার সেগুলি জেলে সম্ভব হচ্ছে না। যদিও শঙ্করের এই অভিযোগ আমল দেননি বিচারক।
এর আগেও জেলের বাইরে চিকিৎসা করাতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন শঙ্কর। বলেছিলেন, বেসরকারি হাসপাতালে প্রয়োজনে নিজের টাকা দিয়েই চিকিৎসা করাবেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি শঙ্করের আইনজীবী আদালতে এই আবেদন করেছিলেন। সেই আবেদনেও সাড়া দেননি বিচারক। বরং বিচারক বলেন, আপনার সমস্যা আগে জেলের চিকিৎসককে বলুন।জেলের চিকিৎসককে জানিয়েও যদি পর্যাপ্ত চিকিৎসা না হয় তখন আমাকে বলবেন।

প্রসঙ্গত, শনিবার রেশন মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শুনানির পাশাপাশি তাঁর ‘সহযোগী’ শঙ্কর আঢ্যের মামলারও শুনানি ছিল। কলকাতার নগর দায়রা আদালতে হাজির ছিলেন শঙ্কর নিজেই। চলতি মাসের প্রথমে তিনি চিঠি লিখে আদালতকে ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। শঙ্কর বলেছিলেন, ইডি তাঁকে ভয় দেখিয়ে বয়ান লিখিয়ে নিয়েছে, যার মধ্যে কিছু তিনি প্রত্যাহার করতে চান। অবশেয ইডি এই অভিযোগে আপত্তি জানিয়েছিল। শনিবার এই মামলাটিরই শুনানি ছিল আদালতে।