মধ্যরাতে মুখে মাস্ক পরে নির্বিচারে গুলি! নির্মম মৃত্যু ২০ পথকুকুরের

প্রতীকী ছবি

অন্তত ২০টি পথকুকুরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তেলেঙ্গানার মেহবুবনগরের পোন্নাকল গ্রামে। এধরনের নির্মম ঘটনা কারা ঘটালো তা নিয়ে দ্বিধায় গ্রামবাসীরাও। সেই সময় উপস্থিত গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের খোঁজ চালাচ্ছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে অ্যানিম্যাল ক্রুয়েল্টি অ্যাক্ট ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে।

তেলেঙ্গানার পোন্নাকল গ্রামের মারাত্মক নৃশংস পথকুকুর মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ভূতপুর পুলিশ জানতে পারে, রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে কয়েকজন মাস্ক পড়া ব্যক্তি নেমে আসে। তারা এলোপাথাড়ি গুলি চালায় কুকুরগুলির ওপর। পাঁচটি কুকুর কোনওভাবে সেই গুলির বৃষ্টির মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রামবাসীদের দাবি, গ্রামের কারো পথকুকুরের ওপর এধরনের আক্রোশ নেই। পাশাপাশি গুলি চালানোর মত ঘটনা এলাকায় তেমন হয়নি। ফলে নিরীহ পথকুকুরকে কে বা কারা মারবে তা নিয়ে তাঁদের কাছেও কোনও উত্তর নেই।