Tuesday, November 11, 2025

‘শিলিগুড়িতে সর্বনাশ’ – লালমোহন বাবু বেঁচে থাকলে হয়তো ঠিক এভাবেই নাম দিতেন। আকবরের সঙ্গে ‘যোধা’ থাকতে পারেন কিন্তু তাই বলে ‘সীতা’? অগত্যা সিংহীর নাম পরিবর্তনের দাবি। শুনতে একটু অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে ( Bengal Safari Park) এখন রয়েছে আকবর ও সীতা। তবে এনারা মানুষ নন, প্রথমজন সিংহ আর ‘সীতা’ হলেন সিংহী। এই নামকরণ নিয়ে তাদের মধ্যে কোন আপাত বিরোধ না থাকলেও, ফুঁসছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এক জন তৃতীয় মুঘল সম্রাট, অন্য জন রামচন্দ্রের স্ত্রী। যতই চতুষ্পদীর নামকরণে তাদের ব্যবহার হোক না কেন, ধর্মের সেন্টিমেন্ট এখানেও প্রকট হয়ে উঠলো। এক খাঁচায় আকবর আর সীতার থাকার ব্যাপারে প্রবল আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, নাম পাল্টাতে হবে। রাজ্যের বন দফতর (Forest Department) ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ সটান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ঠুকে দিয়েছে। সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দার্জিলিং জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে, তাঁর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম আকবর। অথচ তাদের এক খাঁচায় রাখা হয়েছে।এতে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী শুভঙ্কর দত্ত জানান যে ত্রিপুরা থেকে যে সিংহ-সিংহীকে আনা হয়েছে, সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল অ্যান্ড ফিমেল। আইডি নম্বর দেওয়া থাকলেও এখানে নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই, নাম পরিবর্তনের মামলা। আদালত সূত্রে খবর , জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে শুক্রবার মামলার আবেদন করা হয়। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

 


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version