Wednesday, December 17, 2025

কোটি টাকার প্রতারণার অভিযোগ! জামিন পেলেন পরিচালক রাজকুমার সন্তোষী

Date:

বলিউডের বিখ্যাত পরিচালকদের তালিকায় অন্যতম নাম রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi)। শনিবার থেকেই অস্বস্তি বাড়ছিল ‘দামিনী’ খ্যাত পরিচালকের। কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় তাঁকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত। অবশেষে আজ সেই মামলায় পরিচালকের জামিন মঞ্জুর করেছেন বিচারক। পরিচালকের আইনজীবী বিনেশ পাটিল জানিয়েছেন যে, আদালত রাজকুমারের জামিন মঞ্জুর করে চূড়ান্ত রায় ঘোষণার জন্য ৩০ দিন সময় দিয়েছে।

‘ঘায়েল’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? বলিউড সূত্রে খবর, সিনেমা করার জন্য টাকা নিয়ে সেই টাকা তিনি ফেরত দেননি। শিল্পপতি অশোক লাল বলেন, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। পরে পরিচালক তাঁকে ১০ লক্ষ টাকার ১০টি চেক দেন। কিন্তু তিনি যখন ওই চেক ভাঙাতে যান, তখন অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে সব চেক বাউন্স করে যায়। এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনওভাবেই ‘দামিনী’ পরিচালক দেখা করতে চাননি বলে অভিযোগ। এরপরই আদালতে যান জামনগরের ব্যবসায়ী। শনিবার রাজকুমারকে ২ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত তাঁকে ওই ব্যবসায়ীকে দ্বিগুণ পরিমাণ অর্থ ফেরত দিতে বলে। সেই ‘চেক বাউন্স’ মামলাতেই জামিন পেয়ে সাময়িক স্বস্তি পেলেন রাজকুমার। আপাতত তিনি আমির খান (Amir Khan) প্রযোজিত একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বলে খবর। তবে আইনি জটিলতার কারণে ছবির কাজ এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান পুরো ইউনিট।


Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version