রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মাঝপথেই বাড়ি ফিরে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই দিনই কেরিয়ারের ৫০০ উইকেট নিয়েছিলেন অশ্বিন। কিন্তু পারিবারিক কারণে ওই দিনই বাড়ি ফিরতে হয়েছিলো অশ্বিনকে। যদিও রবিবার চতুর্থ দিনে চা বিরতির পরে আবার দলের সঙ্গে যোগ দেন অশ্বিন। আর এই ম্যাচের পরই এই ঘটনা নিয়ে মুখ খুললেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ।
এই নিয়ে প্রীতি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ভেবেছিলাম হায়দরাবাদে ৫০০ উইকেট হয়ে যাবে। হল না। তারপর ভেবেছিলাম বিশাখাপত্তনমে হবে। সেখানেও ৪৯৯-এ আটকে থাকতে হয়েছিল। তাই তখনই বাড়িতে সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। রাজকোটে ৫০০ এল। আবার চলেও গেল। ৫০০ আর ৫০১ উইকেটের মধ্যে অনেক কিছু ঘটে গেল। আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা। সেই মুহূর্তগুলো আমাদের সবার জন্য কতটা কঠিন ছিল ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক ভালোবাসা রবি অশ্বিন।”
রাজকোটেই ইংল্যান্ডের প্রথম ইনিংসে টেস্টে নিজের ৫০০তম উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় দিন সেই উইকেটের পরেই বাড়ি ফিরতে হয় তাঁকে। চতুর্থ দিন মাঠে ফিরে নিজের ৫০১তম উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন- অভিমানী মনোজ, বিদায়বেলায় ধোনিকে নিয়ে কী বললেন তিনি?