অভিমানী মনোজ, বিদায়বেলায় ধোনিকে নিয়ে কী বললেন তিনি?

মনোজ বলেন, “আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। খেলেছিলাম। দেশকে জিতিয়েছিলাম। শতরান করে ম্যাচের সেরাও হয়েছিলাম। কিন্তু তারপর

গতকালই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। রঞ্জিট্রফির ম্যাচে বিহারকে হারিয়ে রঞ্জির অভিযানের পাশাপাশি ক্রিকেট কেরিয়ারেও দাড়ি টানেন মনোজ। কেরিয়ারের বিদায়বেলায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

মনোজ বলেন, “আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। খেলেছিলাম। দেশকে জিতিয়েছিলাম। শতরান করে ম্যাচের সেরাও হয়েছিলাম। কিন্তু তারপর বাদ পড়তে হল। আমার প্রাপ্য সুযোগ কেড়ে নেওয়া হল। সেই দুঃখটা থেকে যাবে। তবে এটা নিয়ে খুব বেশি ভাবি না। তবে কখনও যদি ধোনির সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে অবশ্যই জিজ্ঞেস করব, কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল? কারণটা জানতে চাইব।”

আসলে ভারতীয় দলে মনোজের অভিষেক হয়েছিল ধোনির নেতৃত্বেই। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজের। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ পুরো খেলাই হয়নি। কিন্তু মনোজকে তারপরের সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছিল তিন বছর। ২০১১ সালে আবার ভারতীয় দলের সুযোগ হয়েছিল মনোজের। এরপর শতরান করেও ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। ম্যাচের সেরাও হয়েছিলেন মনোজ। কিন্তু তারপর ছ’মাস কোনও সুযোগ আসেনি। এই আক্ষেপ এখনও রয়েছে মনোজের।“

দেশের হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন মনোজ। ১২টি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ খেলেছিলেন তিনি।

আরও পড়ুন- আইপিএলের সর্বকালের সেরা দলের নেতা ধোনি, নেই রোহিত