Wednesday, November 5, 2025

সত্যি হতে চলেছে বহুদিনের স্বপ্ন, আজই চড়িয়াল সেতুর উদ্বোধন করবেন সাংসদ অভিষেক

Date:

Share post:

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে (Diamond Harbour) সেতুর উদ্বোধন করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বজবজ বিধানসভা এলাকার চড়িয়াল সেতু (Charial Bridge) (দ্বিতীয় লেন)-এর উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টে নাগাদ এই সেতুর উদ্বোধন করা হবে। চড়িয়াল সেতুর নতুন করে নির্মাণ হোক, দীর্ঘদিন ধরে এমনই দাবি জানিয়ে আসছিলেন বজবজের মানুষ। আগেই এই সেতুটির প্রথম লেনের উদ্বোধন হয়েছিল। এ বার সেই সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করা হবে। প্রতিশ্রুতি দিলে কীভাবে সেই কথা রাখতে হয়, তার আদর্শ নিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ৫০ বছরের দাবি পূর্ণ করতে চলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। চড়িয়ালের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতুর। দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে এই দাবি করেও লাভ হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেই জানিয়ে দেন, এই সেতু তিনি নির্মাণ করেই ছাড়বেন। সেই মতোই সোমবার অভিষেক উদ্বোধন করবেন এই সেতুর। এর ফলে চড়িয়াল থেকে আছিপুর, অন্যদিকে ফলতা থেকে আমতলা যাতায়াতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।

একই সঙ্গে বজবজ রেলস্টেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে। আর তৃণমূল সাংসদের এই উন্নয়নে খুশি এলাকাবাসী। ইতিমধ্যেই ৫৭৮০ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে তৃণমূল সরকার। এলাকায় আরও ১০ হাজার কোটি টাকার কাজ আগামী ১০ বছরে করবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার দেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কোভিড থেকে শুরু করে যে কোনও বিষয়ে এখানকার মানুষ-প্রশাসন একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। কেন্দ্র সরকার যে রাস্তা তৈরি করে তা দীর্ঘস্থায়ী হয় না। তার মেরামতও হয় না। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে ‘রাস্তাশ্রী’ প্রকল্প অনুমোদন করিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অধীনেই এবার তৈরি হয়েছে চড়িয়াল সেতুর দ্বিতীয় লেন।

 

 

 

 

 

spot_img

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...