Friday, August 29, 2025

নদিয়ার নাকাশিপাড়ার প্রায় ২৫টি পরিবারে আধারকার্ড (Adhaar) বাতিলের চিঠি এসে পৌঁছানোয় গত তিনদিন ধরে রীতিমত আতঙ্কের মধ্যে পরিবারগুলি। রবিবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে দ্রুত আধার বাতিল হওয়া রাজ্যবাসীর জন্য পোর্টাল খোলার ঘোষণা করার পরই স্থানীয় পঞ্চায়েতও তৎপর। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই জেলা প্রশাসনগুলি কোন পথে এরপর এই সমস্যার মোকাবিলা করবে তা নিয়ে সোমবারই জরুরি বৈঠকে ডাকলেন মুখ্যসচিব বিপি গোপালিকা।

তিনদিন আগে নাকাশিপাড়ার কাঁঠালবেড়িয়া গ্রামের ২০-২৫ টি পরিবারে বেশ কয়েকজনের কাছে আধার বাতিলের চিঠি এসে পৌঁছায়। এরপর চোখে একরাশ অন্ধকার আর ডিটেনশন ক্যাম্পের (detention camp) দুঃস্বপ্ন ছাড়া আর কোনও উপায় দেখতে পাচ্ছিলেন না বাসিন্দারা। তাঁদের কী কর্তব্য তা নিয়ে কোনও সদুত্তর ছিল না স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছেও। এরই মধ্যে রবিবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যসচিবকে একদিনের মধ্যেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আশ্বাস দেন পোর্টাল বানিয়ে যাঁদের আধার বাতিল হচ্ছে তাঁদের নাম তোলা হবে। কোনওভাবে প্রশাসনিক ও পরিষেবাগত সুবিধা থেকে যাতে মানুষ যাতে না বঞ্চিত হন তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

একদিকে প্রতিদিন আধার বাতিল হয়ে সমস্যার মুখে পড়া সাধারণ মানুষের সংখ্যা বাড়ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ। সোমবার বিকালে সব জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকা। মূলত রাজ্যে কী পদক্ষেপ নেবে, জেলা প্রশাসনগুলি কোন পথে এগোবে এবং কিভাবে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে তার রূপরেখা জানিয়ে দিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version