Thursday, August 21, 2025

তাড়াহুড়ো নয়! তালিকা মেনেই জনস্বার্থ মামলার শুনানি, সন্দেশখালিকাণ্ডে সাফ জানাল হাই কোর্ট

Date:

কোনওরকম তাড়াহুড়ো নয়! তালিকা মেনেই হবে সন্দেশখালি (Sandeskhali) নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি। সোমবার একথাই স্পষ্ট করে জানাল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (Division Bench)। মামলার দ্রুত শুনানি চেয়ে সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। আর সেই প্রসঙ্গে একথাই সাফ জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী কি সন্দেশখালি গিয়েছিলেন? না কি তিনি কোনও সমাজকর্মী? তা হলে কেন এই মামলার দ্রুত শুনানি করতে হবে? ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, হাই কোর্টের তালিকা মেনেই এই মামলার শুনানি হবে। এছাড়া ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সোমবারই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয় তা দেখতে হবে বলেও মত ডিভিশন বেঞ্চের। সন্দেশখালিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। এরপরই মামলা দায়ের করার অনুমতি দেন হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সোমবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে এদিন মামলাকারী তাড়াহুড়ো করলে হাই কোর্ট একেবারে সাফ জানিয়ে দেয় হাই কোর্টের তালিকা মেনেই শুনানি হবে এই মামলার।

ধীরে ধীরে রাজ্য সরকার ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সন্দেশখালির। সময় যত গড়াচ্ছে প্রতিদিনই সেখানে গায়ের জোরে অশান্তির চেষ্টা করছেন বিরোধীরা। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এছাড়া এলাকায় শান্তি ফেরাতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি দোষীদের খুঁজে বের করে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version