Friday, December 5, 2025

কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতদের ঢালাও কর্মসংস্থান, রাজ্যে শুরু ‘চাকরি মেলা’র

Date:

Share post:

রাজ্যে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতদের ঢালাও কর্মসংস্থানের আয়োজন করতে এবার চাকরি মেলার আয়োজন করছে রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, আইটিআই এবং পলিটেকনিক পড়ুয়াদের জন্য সোমবার থেকে রাজ্যজুড়ে এই চাকরি মেলা বা ‘জব ফেয়ার’ শুরু হয়েছে। এ রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বহু বেসরকারি সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। জেলাগুলিতে কবে ও কোথায় চাকরি মেলা অনুষ্ঠিত হবে তার তালিকা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা দফতর। কলকাতায় এবং জেলাগুলিতে জব ফেয়ার হবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে। জেলার পলিটেকনিক এবং আইটিআইগুলিতেই এগুলি অনুষ্ঠিত হচ্ছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ছাড়া বাকি জেলাগুলির বিভিন্ন কেন্দ্রে জব ফেয়ার হবে।

কারিগরি শিক্ষাদফতর থেকে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। কোর্স সম্পূর্ণ করা ছাত্রছাত্রীরা চাকরি পেতে যাতে জব ফেয়ারে যোগ দেন তার জন্য সক্রিয় হতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।

ছাত্রছাত্রীদের প্রথমে ‘রোজগার সেবা’ পোর্টালে নাম লেখাতে হবে। জব ফেয়ারে গিয়ে কোন সংস্থায় চাকরি পাওয়া যাবে, তার জন্য কী যোগ্যতা লাগবে এবং বেতন কত মিলবে, সেসব তথ্য পাওয়া যাবে পোর্টালেই। রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানান, জব ফেয়ার থেকে কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের অনেক চাকরি হয়েছে। তাই এই ধরনের কোর্স করার উৎসাহ বাড়ছে। তবে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর আরও উন্নতি হলে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়বে। বহির্বঙ্গের বেশকিছু সংস্থা এসে আগেই চাকরি দিয়েছে। তারা আসছে এবারও। কর্ণাটকের কোলারে ৫০০ থেকে ১০০০ চাকরির অফার নিয়ে যোগ দিচ্ছে একাধিক সংস্থা। বেঙ্গালুরু থেকে যারা আসছে তাদের এক একটি সংস্থা চাকরি দেবে দেবে ৫০ থেকে ১০০টির মতো। হাওড়ার ধূলাগড়ের একটি সংস্থা বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষিতদের ৮ হাজার চাকরি দেবে বলে জানিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মসংস্থান বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণের উপর জোর দিয়েছে গোড়া থেকেই। এই জমানায় রাজ্যজুড়ে অনেকগুলি আইটিআই, পলিটেকিনিক এবং বৃত্তিমৃলক শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। রাজ্যে এই মুহূর্তে ১৮৪টি পলিটেকনিক, ২৭৮টি আইটিআই এবং আড়াই হাজারের বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উজ্জ্বল তরুণ-তরুণীদের ট্রেনিং দিচ্ছে।

আরও পড়ুন- নন্দীগ্রামে সহায়তা শিবির ভাঙচুর, বিজেপিকে ‘জমিদার’ বলে তীব্র আক্রমণ অভিষেকের

spot_img

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...