Sunday, November 9, 2025

পাকিস্তানে বিয়ের আসরে খুন আন্ডারওয়ার্ল্ড ডন!

Date:

Share post:

পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা খুন হয়েছেন। বিগত কয়েক মাসে এই সংখ্যাটা নেহাত কম নয়। এবার প্রাণ গেল এক আন্ডারওয়ার্ল্ড ডনের! জানা গিয়েছে, লাহোরের কুখ্যাত ডন আমির বলাজ টিপু ১৮ ফেব্রুয়ারি খুন হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে তাকে খুন করা হয়েছে। তথ্য বলছে, বংশপরম্পরায় বলাজ টিপু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এই বলাজ হল আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে। তিনিও আততীয়দের গুলিতে খুন হয়েছিলেন। আলামা ইকবাল বিমানবন্দরে তাকে খুন করা হয়েছিল। আবার বলাজের ঠাকুরদাও হিংসা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে বলাজ এবং দুই অতিথি দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই এক বন্দুকবাজ এসে হামলা চালায় বলাজের ওপরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলাজ এবং দুই অতিথি। সেই সময় বলাজের বন্দুকধারী অনুগামীরা পাল্টা গুলি চালায় সেই আততায়ীর ওপরে। তাদের গুলিতে বলাজের আততায়ীর মৃত্যু হয়। এদিকে বলাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ধরনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। এর আগে একাধিক ঘটনায় পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন ভারতবিরোধী জঙ্গি নেতাকে খুন করা হয়েছিল। গতবছরের অক্টোবরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিকের। পরিসংখ্যান বলছে, গত দু- বছরে পাকিস্তানে এই নিয়ে ১৭ জন ভারতবিরোধী সন্ত্রাসী নেতাকে খুন করা হয়েছে।

এর আগে ২০২৩-এর অক্টোবর মাসের গোড়াতেই পাকিস্তানের মাটিতে খুন হয়েছিল জঙ্গি মুফতি কায়সার ফারুক। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা হাফিজ সৈইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জঙ্গিকে খুনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...