পাকিস্তানে বিয়ের আসরে খুন আন্ডারওয়ার্ল্ড ডন!

আবার বলাজের ঠাকুরদাও হিংসা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা খুন হয়েছেন। বিগত কয়েক মাসে এই সংখ্যাটা নেহাত কম নয়। এবার প্রাণ গেল এক আন্ডারওয়ার্ল্ড ডনের! জানা গিয়েছে, লাহোরের কুখ্যাত ডন আমির বলাজ টিপু ১৮ ফেব্রুয়ারি খুন হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে তাকে খুন করা হয়েছে। তথ্য বলছে, বংশপরম্পরায় বলাজ টিপু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এই বলাজ হল আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে। তিনিও আততীয়দের গুলিতে খুন হয়েছিলেন। আলামা ইকবাল বিমানবন্দরে তাকে খুন করা হয়েছিল। আবার বলাজের ঠাকুরদাও হিংসা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে বলাজ এবং দুই অতিথি দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই এক বন্দুকবাজ এসে হামলা চালায় বলাজের ওপরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলাজ এবং দুই অতিথি। সেই সময় বলাজের বন্দুকধারী অনুগামীরা পাল্টা গুলি চালায় সেই আততায়ীর ওপরে। তাদের গুলিতে বলাজের আততায়ীর মৃত্যু হয়। এদিকে বলাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ধরনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। এর আগে একাধিক ঘটনায় পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন ভারতবিরোধী জঙ্গি নেতাকে খুন করা হয়েছিল। গতবছরের অক্টোবরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিকের। পরিসংখ্যান বলছে, গত দু- বছরে পাকিস্তানে এই নিয়ে ১৭ জন ভারতবিরোধী সন্ত্রাসী নেতাকে খুন করা হয়েছে।

এর আগে ২০২৩-এর অক্টোবর মাসের গোড়াতেই পাকিস্তানের মাটিতে খুন হয়েছিল জঙ্গি মুফতি কায়সার ফারুক। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা হাফিজ সৈইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জঙ্গিকে খুনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Previous articleআধার বাতিলের হিড়িক রাজ্যজুড়ে, জরুরি বৈঠক মুখ্যসচিবের
Next articleবিশ্বভারতীর সহযোগী অধ্যাপক পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ UGC-র! মুখে কুলুপ বিশ্ববিদ্যালয়ের