Wednesday, May 7, 2025

শুক্রবার মৃত্যু হয়েছে পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনির। সোমবার ছেলে মৃতদেহ দেখতে গিয়ে খালি হাতে ফিরতে হল প্রয়াত নেতার মা-কে। মৃত্যু রহস্য নিয়ে যতই মুখে কুলুপ আঁটতে শুরু করেছে রাশিয়া প্রশাসন, ততই প্রবল হচ্ছে নাভালনির বিচার চেয়ে আন্দোলন। ইতিমধ্যেই আন্দোলনের জেরে দেশ জুড়ে প্রায় ৪০০ নাভালনি সমর্থকদের গ্রেফতার করেছে রাশিয়া প্রশাসন।

ক্রেমলিনের তরফে প্রকাশিত নাভালনির মৃত্যু সংবাদে প্রথমে সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকা থেকে পাশ্চাত্যের দেশগুলি। সেই সঙ্গে মৃত্যুর জন্য জো বাইডেন থেকে জাস্টিন ট্রুডো, সবাই পুতিনকেই দায়ী করেন। নাভালনির মৃত্যুকে পুতিনের নৃশংস মনোভাবের উদাহরণ বলেই তুলে ধরেন তাঁরা। তবে এই মৃত্যুতে যে কোনও রহস্য রয়েছেই তা প্রকাশিত হতে থাকে পুতিন প্রশাসনের গোপণীয়তা থেকে। অন্যদিকে নাভালনির দেহ প্রকাশ্যে আনার ও পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাশিয়ার ৩২টি শহর।

সোমবার প্রয়াত নেতার মা লিউডমিলা নাভালনেয়া আর্কটিক জেলে ছেলের দেহ দেখতে গেলে তিনিও নিরাশ হয়ে ফেরেন। তিনদিন ধরে পরিবারকে জানানোই হয়নি কোথায় তাঁর দেহ রাখা রয়েছে। আর্কটিক জেলের মর্গে ঢুকতে দেওয়া হয়নি তাঁর মা ও আইনজীবীকে। এক আইনজীবীকে কার্যত ধাক্কা দিয়ে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা, এমনটাই দাবি নাভালনির মুখপাত্রের।

অন্যদিকে নাভালনির মৃত্যুতে ফের ইউরোপিয়ান ইউনিয়নের প্রবল চাপের মুখে পড়তে চলেছে পুতিন, তা বলাই বাহুল্য। সোমবারই বেলজিয়ামের ব্রাসেলস-এ ইউরোপিয়ান ইউনিয়নের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে চলেছেন প্রয়াত নেতার স্ত্রী ইউলিয়া নাভালনেয়া। সেখানে পুতিনের ওপর চাপ বাড়াতে তিনি কী পদক্ষেপ নেবেন তার দিকেও লক্ষ্য রাখবে গোটা বিশ্ব।

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version