Friday, December 5, 2025

উত্তরপ্রদেশেও টালমাটাল ইন্ডিয়া জোট! আসন রফায় কংগ্রেসকে শর্ত চাপালো অখিলেশ

Date:

Share post:

একাধিক রাজ্যে টালমাটাল পরিস্থিতি ইন্ডিয়া জোটের। বাংলা, পাঞ্জাবের মতো রাজ্যে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আসনরফায় স্পষ্টভাবে ‘না’ বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ভগবন্ত মান। এবার উত্তরপ্রদেশেও জটিল আকার নিল সপা ও কংগ্রেসের জোট। আসন্ন লোকসভা নির্বাচনের লড়াইয়ে আসন ভাগাভাগিতে কংগ্রেসকে শর্ত চাপালেন অখিলেশ যাদব। দলীয় সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে মাত্র ১৫ আসন কংগ্রেসকে ছাড়তে রাজি সপা।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এরইমাঝে সমাজবাদী পার্টি সূত্রের খবর, আসনরফা নিয়ে হাত শিবিরকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল। বলা হয়েছে, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৫টি কংগ্রেসের (Congress) জন্য ছাড়া যেতে পারে। তার বেশি নয়। কংগ্রেস যদি এই প্রস্তাবে রাজি হয়, তাহলে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকবে। কিন্তু কংগ্রেস যদি আরও বেশি আসন চায় সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ইতি। আলাদাভাবেই লড়াই করতে হবে দুই দলকে। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। ফলে এখন কংগ্রেসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই একতরফাভাবে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল সমাজবাদী পার্টি। তার পরেই কংগ্রেসের সঙ্গে চাপানউতোর শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশে আসনরফার পথ এখনও খোলা রয়েছে। তবে সূত্রের খবর, কোনওমতেই ১৫টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সপা। কংগ্রেস বেশি আসন চাইলে ইন্ডিয়া জোট থেকেই বেরিয়ে যাবে দল। গতবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতি ‘সৌজন্য’ দেখিয়ে রায়বেরেলি ও অমেঠিতে প্রার্থী দেয়নি সপা। এবার জোট ভেঙে গেলে সেই সৌজন্যও থাকবে না বলেই অনুমান।

spot_img

Related articles

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গুলশন কলোনির রংয়ের গুদাম

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি...