Thursday, November 6, 2025

অভাবের তাড়নায় স্কুল ছেড়ে পথে! ট্যাক্সিচালক জালালউদ্দিনের কাহিনী সিনেমাকে হার মানাবে

Date:

ক্লাস টুতে পড়ার সময় অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়েছিলেন। মনে লেখাপড়ার অদম্য ইচ্ছে থাকলেও বাস্তবে তা করতে বেশ ভালো অর্থের প্রয়োজন। কিন্ত পরিবারে চরম অর্থাভাবের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে মনের কোনও এক দুরূহ কোনে কোথাও যেন এক নাছোড় মনোভাব ছিল। আর সেকারণে নিজের লেখাপড়া করতে না করার যন্ত্রণা ভুলতে বড় পদক্ষেপ নিলেন এক ট্যাক্সি চালক (Taxi Driver)। নিজের এলাকাতে দুটি স্কুল খুলে রীতিমতো রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। হ্যাঁ, ভাবছেন তো একজন ট্যাক্সি চালকের পক্ষে এমন অসাধ্যসাধন কীভাবে সম্ভব? কিন্তু কথায় আছে “রাখে হরি, মারে কে”? আর এমন প্রচলিত কথাকেই বাস্তবায়িত করলেন জালালউদ্দিন গাজী (Jalaluddin Gazi)। তবে শুধু স্কুলই (School) নয়, হারিয়ে যাওয়া শিশুদের জীবনের মূল স্রোতে ফেরাতে একটি অনাথ আশ্রমও (Orphanage) নির্মাণ করেছেন তিনি।

তবে প্রথম জীবনে লেখাপড়া ছেড়ে সংসারের অভাব দূর করতে কলকাতার এন্টালি, মৌলালি-সহ বিভিন্ন অঞ্চলের ফুটপাতে ভিক্ষা করতেন জালালউদ্দিন। এরপর একটু একটু করে সঞ্চয় করে ভিক্ষা ছেড়ে দিয়ে একটি রিকশা কিনে চালাতে শুরু করেন তিনি। যদিও বর্তমানে একজন ট্যাক্সি চালক হিসাবে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে লেখাপড়ার প্রতি জালালউদ্দিনের ছিল গভীর টান। আর সেকারণে নিজে না পারলেও তাঁর সঞ্চিত অর্থ দিয়েই নিজের একালায় দুটি স্কুল ও একটি অনাথ আশ্রম বানিয়েছেন তিনি। কিন্তু কীভাবে এমন অসাধ্যসাধন সম্ভব হল? জালালউদ্দিন জানান, তিনি প্রথমে ‌যে বাড়িতে থাকতেন সেই বাড়ির এক কামরায় তৈরি হয় তাঁর প্রথম স্কুল। এরপর এক কামরার গণ্ডি ছাড়িয়ে তৈরি হয় একটি বড় স্কুল। তারপর ধীরেধীরে আরও একটি স্কুল এবং একটি অনাথ আশ্রম তৈরি করেছেন তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব মহল। বর্তমানে পেশায় ট্যাক্সি চালকের দুটি স্কুলে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেশ উল্লেখযোগ্য।

 

তবে এখানেই শেষ নয় জালালউদ্দিনের গল্প। নিজের কৃতিত্বের জন্য এরপর তিনি কেবিসির মতো মঞ্চে ডাক পান তিনি। তাঁর এই পদক্ষেপে খুশি হয়ে তাঁকে আর্থিক সাহায্য করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খানের মতো বলিউডের প্রথম সারির অভিনেতা। ইতিমধ্যে সেই অর্থসাহায্য পেয়ে অভিভূত শহর কলকাতার এই ট্যাক্সি চালক। আর বর্তমানে সেই টাকা দিয়েই নরেন্দ্রপুর এলাকায় জমি কিনে একটি উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল খোলার কাজে চূড়ান্ত ব্যস্ত জালালউদ্দিন। তাঁর এই মহান প্রচেষ্টাকে ‘সাধুবাদ’ জানায় এখন বিশ্ব বাংলা সংবাদ। আমরা আগামীদিনে তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।

 

 

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version