Saturday, August 23, 2025

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত! কয়েক ঘণ্টার মধ্যেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

ফেব্রুয়ারির (February) মাঝপথেই পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত (Winter)। সোমবার আবহাওয়া দফতর (Weather Office) সাফ জানিয়েছে, রাজ্যে আর শীত ফেরার কোনওরকম সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলোতে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। তবে সোমবারের পর থেকে সেই আমেজটুকু থেকেও বঞ্চিত হবেন সাধারণ মানুষ। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা (Temperature)।  অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হাওয়া অফিস সাফ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার শুষ্ক আবহাওয়াই থাকবে। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব- পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version