Thursday, December 18, 2025

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত! কয়েক ঘণ্টার মধ্যেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

ফেব্রুয়ারির (February) মাঝপথেই পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত (Winter)। সোমবার আবহাওয়া দফতর (Weather Office) সাফ জানিয়েছে, রাজ্যে আর শীত ফেরার কোনওরকম সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলোতে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। তবে সোমবারের পর থেকে সেই আমেজটুকু থেকেও বঞ্চিত হবেন সাধারণ মানুষ। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা (Temperature)।  অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হাওয়া অফিস সাফ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার শুষ্ক আবহাওয়াই থাকবে। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব- পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়।

 

 

 

 

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...