Thursday, August 21, 2025

শান্ত সন্দেশখালিতে অশান্তি বাধাতে এবার সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতের নেতৃত্বে সন্দেশখালি পৌঁছলেন সিপিএমের মহিলা ব্রিগেড । শান্ত সন্দেশখালিতে ফের অশান্তি বাধাতে সিপিএমের এই সন্দেশখালি যাওয়া। মঙ্গলবার সকালে সিপিএমের মহিলা সংগঠন এআইডিডব্লিউএ-এর কলকাতা অফিসে পৌঁছন বৃন্দা কারাত । সেখানে প্রাথমিক বৈঠক সেরে এআইডিডব্লিউএ-এর নেত্রী কনীনিকা ঘোষ-সহ একাধিক নেতানেত্রীকে নিয়ে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দেন বৃন্দা কারাত । সন্দেশখালি যখন স্বাভাবিক ছন্দে ফিরেছে তখন প্রশাসনের অনুমতি নিয়ে সন্দেশখালির পথে রওনা দেন বৃন্দা, কণীনিকা ঘোষ,জাহানারা খানেরা।

এই বিষয়ে সিপিএমের মহিলা সংগঠন এআইডিডব্লিউএ-র বক্তব্য, সন্দেশখালির মহিলাদের সম্মান রক্ষার জন্য এক ইঞ্চি জমি ছাড়া হবে না । তাদের দাবি, প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে । পাশে আছে ছাত্র-যুব মহিলারা ।ছাত্র-যুব মহিলারা লড়াই জারি রাখবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সিপিএমের আদিবাসী জনজাতি সংগঠনের নেত্রী দেবলীনা হেমব্রম-সহ বহু বাম কর্মী-সমর্থক সন্দেশখালিতে যান । তার আগে ১১ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে মীনাক্ষী মুখোপাধ্যায়দের ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হয় । সেই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পুলিশ বলছে আমরা অভিযোগ পায়নি। সেখানে আমাদের কর্মীরা যাবেন । নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন ।

বৃন্দা বলেন, প্রথমে আমাদের আটকানো হয়েছিল। তার পর আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেন বাধা দেওয়া হচ্ছে। কিন্তু ওরা কোনও সদুত্তর দিতে পারেনি। শেষে অনুমতি দিতে বাধ্য হয়।সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সিপিএম নেত্রীদের।

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version