শিশুমৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এবার চোপড়া গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজ্যপাল এসে পৌঁছন ইসলামপুর। ইসলামপুর থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাতে রাজ্যপাল চোপড়ায় যান এবং নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এখানে এসেই চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। প্রত্যেক শিশুর পরিবারকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। পাশে থাকার বার্তা দিয়ে নিজের মোবাইল নম্বর দেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
রাজ্যপাল এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান চোপড়ার ঘটনায় বিএসএফের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই। শিগগিরি এই বিষয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা হবে বলেও আশা প্রকাশ করেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস বলেন, চোপড়া নিয়ে বিএসএফের থেকে রিপোর্ট চেয়েছি। আশা করছি বিএসএফের সঙ্গে কথা হবে।”