Friday, November 7, 2025

শূন্যে গুলি চালিয়ে পালানোর চেষ্টা, হাঁসখালিতে অস্ত্রসহ গ্রেফতার খোদ আইনজীবী!

Date:

এ কী কাণ্ড! রাতের বেলা নদিয়ার হাঁসখালির (Hanskhali , Nadia) মিলননগর বাজার এলাকায় আচমকাই গুলির শব্দে চাঞ্চল্য। পাঁচ দুষ্কৃতী শূন্যে গুলি চালিয়েছেন জানার পরই তাঁদের ধাওয়া করে অস্ত্রসহ পাঁচ জনকেই গ্রেফতার করলো হাঁসখালি থানার পুলিশ (Hanskhali Police)। কিন্তু আসল ঘটনা এরপরে। ধৃতদের পরিচয় জানতে গিয়ে হতবাক পুলিশ আধিকারিকরা। দু’জন আইনজীবী, একজন আইনের ছাত্র আর বাকি দু’জন পরিচিত সমাজবিরোধী। কিন্তু সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এমন কাণ্ড ঘটানোর কারণ কী?

তদন্তি নেমে পুলিশ জানতে পারে যে হাঁসখালির বাসিন্দা আশিস নামে এক ব্যক্তি মাদক মামলায় গ্রেফতার হন। অভিযুক্ত স্বামীকে ছাড়াতে প্রসেনজিৎ নামের এক আইনজীবীকে নিয়োগ করেছিলেন আশিসের স্ত্রী। মামলার প্রয়োজনে একে অন্যের সঙ্গে কথাবার্তা বলা থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আশিস জামিন পাওয়ার পর স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে খুন করে বসেন সহধর্মিনীকে। ফের জেলে যান তিনি। সেই মামলা থেকেই আবার সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন আশিস। প্রসেনজিৎ অনুমান করেন যে এবার তিনি টার্গেট হতে চলেছেন। তাই আগেভাগে আশিসকে খুনের ছক সাজান আইনজীবী। সে জন্য নিজের সহকর্মীদের পাশাপাশি ভাড়া করেন দুই সমাজবিরোধীকে। কিন্তু খুনের ইচ্ছে পূরণ হয়নি। গতকাল রাতেই হাঁসখালি থানার পুলিশের জালে ধরা পড়েন আইনজীবী-সহ পাঁচ জন। এত কীর্তি জানতে পেরে করা ডায়েরি তৈরি করতে রীতিমতো চোখ কপালে উঠছে পুলিশের।


Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version