Thursday, August 21, 2025

মঙ্গলবার থেকে অনুশীলন শুরু লাল-হলুদের নতুন বিদেশির

Date:

Share post:

আইএসএলের জামশেদপুর এফসির ম্যাচের আগেই লাল-হলুদ শিবিরে যোগ দিলেন নতুন বিদেশি আলেকজান্ডার পান্টিচ। বৃহস্পতিবার ম্যাচ। কোচ কার্লোস কুয়াদ্রাত অবশ্য রবিবার থেকেই জামশেদপুরে ঘাঁটি গেড়েছেন। সোমবার টিম হোটেলে যোগ দেন পান্টিচও। মঙ্গলবার থেকেই ট্রেনিং শুরু করবেন সার্বিয়ান ডিফেন্ডার।

সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর হঠাৎ করেই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। তবে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে ক্লেটন সিলভাদের। এবার জামশেদপুরকে হারাতে পারলেই আইএসএলের প্লে-অফে ওঠার দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়বেন ক্লেটনরা। কুয়াদ্রাতের জন্য সুখবর, কার্ড সমস্যা কাটিয়ে জামশেদপুর ম্যাচে ফিরছেন নাওরেম মহেশ ও লালচুংনুঙ্গাও। তবে আরেক বিদেশি সাউল ক্রেসপো এখনও স্পেন থেকে ফেরেননি। তাঁকে বৃহস্পতিবারের ম্যাচেও পাওয়া যাবে না।

এদিকে, দু’দিনের বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার থেকে ফের মাঠে নামছে মোহনবাগান। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। যা কার্যত ফাস্ট বয় বনাম সেকেন্ড বয়ের লড়াই হিসাবে চিহ্নিত হচ্ছে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার একে রয়েছে ওড়িশা। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহনবাগান। শনিবার জিতলেই এক নম্বরে উঠে যাবেন লিস্টন কোলাসোরা। তাই কোচ হাবাস ওড়িশা ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সবুজ-মেরুন শিবিরের জন্য ভাল খবর, চোট সারিয়ে মাঠে ফিরেই ছন্দে জনি কাউকো। শেষ ম্যাচে অসাধারণ খেলেছেন তিনি। বাড়তি পাওনা জেসন ক্যামিন্সের গোল। অস্ট্রেলীয় স্ট্রাইকার কিন্তু ধীরে ধীরে চেনা ফর্মে ফিরছেন।

দল টানা তিন ম্যাচ জিতেছে। যদিও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন হাবাস। মোহনবাগান কোচ আগেই জানিয়েছেন, তাঁর লক্ষ্য শীর্ষে থেকে লিগ শেষ করা। লক্ষ্যপূরণের একটা একটা করে ধাপ পেরোতে চান স্প্যানিশ কোচ। হাবাস বলছেন, ‘‘পরপর তিনটে ম্যাচ জিতেছি বলে উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নই।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...