Thursday, November 6, 2025

মঙ্গলবার থেকে অনুশীলন শুরু লাল-হলুদের নতুন বিদেশির

Date:

আইএসএলের জামশেদপুর এফসির ম্যাচের আগেই লাল-হলুদ শিবিরে যোগ দিলেন নতুন বিদেশি আলেকজান্ডার পান্টিচ। বৃহস্পতিবার ম্যাচ। কোচ কার্লোস কুয়াদ্রাত অবশ্য রবিবার থেকেই জামশেদপুরে ঘাঁটি গেড়েছেন। সোমবার টিম হোটেলে যোগ দেন পান্টিচও। মঙ্গলবার থেকেই ট্রেনিং শুরু করবেন সার্বিয়ান ডিফেন্ডার।

সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর হঠাৎ করেই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। তবে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে ক্লেটন সিলভাদের। এবার জামশেদপুরকে হারাতে পারলেই আইএসএলের প্লে-অফে ওঠার দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়বেন ক্লেটনরা। কুয়াদ্রাতের জন্য সুখবর, কার্ড সমস্যা কাটিয়ে জামশেদপুর ম্যাচে ফিরছেন নাওরেম মহেশ ও লালচুংনুঙ্গাও। তবে আরেক বিদেশি সাউল ক্রেসপো এখনও স্পেন থেকে ফেরেননি। তাঁকে বৃহস্পতিবারের ম্যাচেও পাওয়া যাবে না।

এদিকে, দু’দিনের বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার থেকে ফের মাঠে নামছে মোহনবাগান। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। যা কার্যত ফাস্ট বয় বনাম সেকেন্ড বয়ের লড়াই হিসাবে চিহ্নিত হচ্ছে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার একে রয়েছে ওড়িশা। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহনবাগান। শনিবার জিতলেই এক নম্বরে উঠে যাবেন লিস্টন কোলাসোরা। তাই কোচ হাবাস ওড়িশা ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সবুজ-মেরুন শিবিরের জন্য ভাল খবর, চোট সারিয়ে মাঠে ফিরেই ছন্দে জনি কাউকো। শেষ ম্যাচে অসাধারণ খেলেছেন তিনি। বাড়তি পাওনা জেসন ক্যামিন্সের গোল। অস্ট্রেলীয় স্ট্রাইকার কিন্তু ধীরে ধীরে চেনা ফর্মে ফিরছেন।

দল টানা তিন ম্যাচ জিতেছে। যদিও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন হাবাস। মোহনবাগান কোচ আগেই জানিয়েছেন, তাঁর লক্ষ্য শীর্ষে থেকে লিগ শেষ করা। লক্ষ্যপূরণের একটা একটা করে ধাপ পেরোতে চান স্প্যানিশ কোচ। হাবাস বলছেন, ‘‘পরপর তিনটে ম্যাচ জিতেছি বলে উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নই।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version