Monday, November 10, 2025

বিয়ের আগে মুখে হাসি ফেরাতে গিয়ে প্রাণ গেল হায়দরাবাদের যুবকের!

Date:

নতুন জীবন শুরু করা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সেই জীবন শুরু করার আগে চেয়েছিলেন স্ত্রীর কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে। আর সেটা করতে গিয়েই প্রাণটাই খুয়ে বসলেন ২৮ বছরের যুবক।মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। নিশ্চয়ই ভাবছেন কী করতে গিয়ে জীবন খোয়ালেন ওই যুবক?আসলে বিয়ের আগে হাসির অপারেশন করতে গিয়ে মৃত্যু হল হায়দরাবাদের ওই যুবকের।

লক্ষ্মী নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই ছেলের বিয়ে হত। কিন্তু বিয়ের আগে ছেলে যে হাসি সুন্দর করতে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা বাবাকে খবর দেন। সঙ্গে সঙ্গে ডেন্টাল ক্লিনিকে পৌঁছন ওই যুবকের বাবা। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় লক্ষ্মী নারায়ণকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মী নারায়ণের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিয়ের আগে নিজের হাসিটা সুন্দর করতে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version