Thursday, August 21, 2025

নতুন জীবন শুরু করা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সেই জীবন শুরু করার আগে চেয়েছিলেন স্ত্রীর কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে। আর সেটা করতে গিয়েই প্রাণটাই খুয়ে বসলেন ২৮ বছরের যুবক।মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। নিশ্চয়ই ভাবছেন কী করতে গিয়ে জীবন খোয়ালেন ওই যুবক?আসলে বিয়ের আগে হাসির অপারেশন করতে গিয়ে মৃত্যু হল হায়দরাবাদের ওই যুবকের।

লক্ষ্মী নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই ছেলের বিয়ে হত। কিন্তু বিয়ের আগে ছেলে যে হাসি সুন্দর করতে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা বাবাকে খবর দেন। সঙ্গে সঙ্গে ডেন্টাল ক্লিনিকে পৌঁছন ওই যুবকের বাবা। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় লক্ষ্মী নারায়ণকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মী নারায়ণের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিয়ের আগে নিজের হাসিটা সুন্দর করতে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version