Saturday, August 23, 2025

প্রয়াত আমিন সায়ানি, কণ্ঠহারা ভারতীয় বেতার জগৎ!

Date:

Share post:

আমিন সায়ানি (Ameen Sayani) নামটা শুধু একজন ঘোষক বা সঞ্চালকের নয়, একটা গোটা প্রজন্মের রেডিও প্রীতির আবেগ তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কিন্তু মঙ্গলের সন্ধ্যায় শেষ হল তাঁর পথ চলা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আমিন সায়ানি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর (Ameen Sayani Passes Away)। পরিবার সূত্রে জানা যায় শিল্পীর হার্ট অ্যাটাক হওয়া মাত্রই দ্রুত তাঁকে দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (HN Relience Foundation Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর চলে যাওয়া আটকাতে পারেননি চিকিৎসকরা।ভারাক্রান্ত শ্রোতাদের হৃদয়।

 

রেডিও প্রেমীদের সঙ্গে আমিনের যোগাযোগ স্থাপনে শুধু তাঁর কণ্ঠ নয়, বাচনভঙ্গিও যেন এক আলাদা মাত্রা যোগ করেছিল। প্রায় ৫৪ হাজারেরও বেশি রেডিও প্রোগ্রামের জন্য প্রযোজনা/ভয়েস-ওভারের কাজ করেছেন। প্রায় ১৯ হাজার জিঙ্গেলের কণ্ঠ হয়ে ওঠার জন্য লিমকা বুক অফ রেকর্ডসেও তাঁর নাম তালিকাভুক্ত হয়েছে। তাঁর ‘বিনাকা গীতমালা’ অল ইন্ডিয়া রেডিওর (AIR ) বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। আমিন সায়ানি বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও অন্যান্য বয়সজনিত রোগে ভুগছিলেন। প্রায় বারো বছর ধরে পিঠের ব্যথায় ওয়াকারের মাধ্যমে চলাচল করতেন। বিনোদন জগতেও আমিনের অবদান অপরিসীম। চলচ্চিত্র তারকাদের উপর ভিত্তি করে তাঁর অনুষ্ঠান ‘এস কুমারস কা ফিল্মি মুকাদ্দামা’, রেডিও শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। ‘ভূত বাংলা’, ‘তিন দেবিয়ান’ এবং ‘কাতল’-এর মতো চলচ্চিত্রেও ঘোষক হিসেবে কাজ করেছেন তিনি। এক প্রজন্মের মননে আমিন সায়ানি মানেই কৈশোরের নস্টালজিয়া, যা কোনওদিন ভোলার নয়। সমাজমাধ্যমের স্মৃতিচারণায় তাই এক অপূরণীয় শূন্যস্থানের দীর্ঘশ্বাস। মুম্বইয়ে আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


spot_img

Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...