Monday, August 25, 2025

প্রয়াত সুপ্রিম কোর্টের কিংবদন্তী আইনজীবী ফলি এস নরিম্যান, শোকের ছায়া সব মহলে

Date:

প্রয়াত সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান (Fali S Noriman)। বুধবার সকালে দিল্লির (Delhi) বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ফলি এস নরিম্যান ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী (Lawyer)। ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে পদ্মবিভূষণ সম্মান তাঁকে দেওয়া হয়। ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্যও ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ৩৭০ ধারা মামলায় সাম্প্রতিক রায় নিয়ে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেছিলেন নরিম্যান। কর্মজীবনের শুরুতে বম্বে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ১৯৭২ সালে তিনি দিল্লি যান এবং দেশের সলিসিটর জেনারেল নিযুক্ত হন। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। কর্মজীবনে নরিম্যান বেশ কয়েকটি যুগান্তকারী মামলার সঙ্গে যুক্ত ছিলেন।

তবে আত্মজীবনী হোয়েন মেমরি ফেডস-এ ভোপাল গ্যাস ট্রাজেডি মামলার কথা উল্লেখ করেছেন। যেখানে তিনি সিনিয়র কাউন্সেল হিসেবে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেছিলেন। এদিন তাঁর মৃত্যুতে সব মহলেই নেমে এসেছে শোকের ছায়া। দেশের বর্তমান সলিসিটর জেনারেল তুষার মেহতা শোকপ্রকাশ করে বলেন, জাতি বুদ্ধি ও প্রজ্ঞার বিশাল ব্যক্তিত্বকে হারাল। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভিও ফলি এস নরিম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version