Saturday, November 8, 2025

প্রয়াত সুপ্রিম কোর্টের কিংবদন্তী আইনজীবী ফলি এস নরিম্যান, শোকের ছায়া সব মহলে

Date:

প্রয়াত সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান (Fali S Noriman)। বুধবার সকালে দিল্লির (Delhi) বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ফলি এস নরিম্যান ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী (Lawyer)। ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে পদ্মবিভূষণ সম্মান তাঁকে দেওয়া হয়। ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্যও ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ৩৭০ ধারা মামলায় সাম্প্রতিক রায় নিয়ে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেছিলেন নরিম্যান। কর্মজীবনের শুরুতে বম্বে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ১৯৭২ সালে তিনি দিল্লি যান এবং দেশের সলিসিটর জেনারেল নিযুক্ত হন। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। কর্মজীবনে নরিম্যান বেশ কয়েকটি যুগান্তকারী মামলার সঙ্গে যুক্ত ছিলেন।

তবে আত্মজীবনী হোয়েন মেমরি ফেডস-এ ভোপাল গ্যাস ট্রাজেডি মামলার কথা উল্লেখ করেছেন। যেখানে তিনি সিনিয়র কাউন্সেল হিসেবে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেছিলেন। এদিন তাঁর মৃত্যুতে সব মহলেই নেমে এসেছে শোকের ছায়া। দেশের বর্তমান সলিসিটর জেনারেল তুষার মেহতা শোকপ্রকাশ করে বলেন, জাতি বুদ্ধি ও প্রজ্ঞার বিশাল ব্যক্তিত্বকে হারাল। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভিও ফলি এস নরিম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

 

 

 

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version