Friday, December 19, 2025

কৃষক বিক্ষোভে উত্তাল পাঞ্জাব-হরিয়ানা, দিল্লি যাত্রা ঠেকাতে চলছে টিয়ার গ্যাস

Date:

Share post:

বুধবার থেকে নতুন করে দিল্লি চলোর ডাক দিয়েছিল দেশের কৃষকরা। সেইমতো এদিন সকাল থেকে উত্তাল হয়ে উঠল পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত। এদিন প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমান্ত পার হতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। ড্রোনের মাধ্যমে কৃষকদের লক্ষ্য করে লাগাতার ছোড়া হচ্ছে টিয়ার গ্যাসের শেল। নামানো হয়েছে আধা সামরিক বাহিনী। তবে এত কিছু করেও কোনওভাবে রোখা যাচ্ছে না অন্নদাতাদের। এই পরিস্থিতিতে পঞ্চম দফায় কৃষকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছে মোদি সরকার।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই বিক্ষোভ আটকাতে মরিয়া সরকার। ২০২০-২১ সালের সহিংস কৃষক বিক্ষোভ ঘুম ছুটিয়েছিল মোদি সরকারের প্রবল চাপের মুখে বাধ্য হয়ে আইন পরিবর্তন করতে বাধ্য হয় সরকার। এই অবস্থায় নতুন করে যে ক্ষোভের আগুন কৃষকবিরোধী মোদি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তা থামাতে দাঁত-নখ বের করেছে সরকার। সর্বশক্তি দিয়ে অন্নদাতাদের দিল্লি প্রবেশ আটকাতে কোনও খামতি রাখা হচ্ছে না। পাশাপাশি কৃষকদের সঙ্গে আলোচনার ডাক দিয়ে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন, “চতুর্থ রাউন্ডের পরে সরকার MSP (ন্যূনতম সমর্থন মূল্য)-সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি সব কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” ওদিকে কৃষকদের তরফে গতকালই জানানো হয়েছে, কোনও মতেই সরকার আমাদের দিল্লিতে পৌঁছতে দিতে চায় না। কিন্তু আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে আমরা দিল্লি যাবই। এখন আমাদের উপরে শেল-কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায়।

উল্লেখ্য, নুন্যতম সহায়কমূল্য সহ একাধিক দাবিতে এর আগে চারবার সরকার-কষক বৈঠকে হলেও কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের প্রস্তাব মানতে নারাজ বলে জানিয়ে দিয়েছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। তারা ট্র্যাক্টরগুলিকেই ‘অস্থায়ী ট্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করছেন। যাবতীয় বিরোধ এড়িয়ে এগিয়ে চলেছেন রাজধানীর দিকে।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...