দাদাসাহেব ফালকে পুরস্কারে শাহরুখ ম্যাজিক, চমক দিলেন রানি

বিতর্কিত ছবি ' অ্যানিম্যাল'(Animal) সেরা পরিচালক, সেরা খলনায়ক আর সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছে। তবে সবথেকে বড় চমক দিয়েছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)।

এক বছরে হিটের হ্যাট্রিকে বাজিমাত করেছিলেন বলিউড বাদশা। চলতি বছরে কোনও সিনেমার ঘোষণা না হলেও পুরস্কারের বন্যা শাহরুখের (Shahrukh Khan) ঝুলিতে। এবার সেই তালিকায় জুড়ে গেল দাদাসাহেব ফালকের নাম। বলিউড বিনোদন জগতকে (Bollywood Entertainment Industry) সম্মান জানিয়ে ঘোষিত হল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৪(Dadasaheb Phalke IFF Awards 2024), আর সেখানেই কিং খানের ম্যাজিক। সেরা ছবি হিসেবে পুরস্কৃত শাহরুখ অভিনীত ‘ জওয়ান’ (Jawan)। সেরা অভিনেতার পুরস্কারও নিজের নামে করেছেন বলিউড বাদশা (Shahrukh Khan)। এখানেই শেষ নয়, ক্রিটিকসের বিচারে জওয়ান সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অ্যাটলি, সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর তাও ‘জওয়ান’ সিনেমার জন্য। বিতর্কিত ছবি ‘ অ্যানিম্যাল'(Animal) সেরা পরিচালক, সেরা খলনায়ক আর সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছে। তবে সবথেকে বড় চমক দিয়েছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য ২০২৪ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য মৌসুমী চট্টোপাধ্যায়কে (Mousumi Chatterjee)বিশেষ পুরস্কার দেওয়া হয়।

একদিকে ‘জওয়ান’ সিনেমার কমার্শিয়াল সাফল্য অন্যদিকে ভিকি কৌশলের মতো অভিনেতার ‘স্যাম বাহাদুর’ কিংবা বিতর্কিত ‘অ্যানিম্যাল’ – লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে বলেই মনে করছেন বিচারকরা। এর মাঝে আবার ক্রিটিকস চয়েসে সেরা অভিনেত্রী হয়েছেন করিনা কাপুর। ‘ফরজি’র জন্য ওয়েব সিরিজের সেরা অভিনেতা শাহিদ কাপুর। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন জগতের তারকাদেরও পুরস্কৃত করা হয়।

একনজরে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৪-এর বিজয়ীদের তালিকা

সেরা ছবি: জওয়ান
সেরা ছবি (ক্রিটিকস): টুয়েলফথ ফেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস): করিনা কাপুর খান (জানে জাঁ)
সেরা অভিনেতা (ক্রিটিকস): ভিকি কৌশল (স্যাম বাহাদুর)
সেরা পরিচালক: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিমাল)
সেরা পরিচালক (ক্রিটিকস): অ্যাটলি (জওয়ান)
সেরা সঙ্গীত পরিচালক: অনিরুদ্ধ রবিচন্দর (জওয়ান)
সেরা প্লেব্যাক গায়ক: বরুণ জৈন এবং শচীন জিগার (তেরে ভাস্তে-‘জারা হাটকে জারা বচকে’)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও, (বেশরম রং-‘পাঠান’)
সেরা ভিলেন: ববি দেওল (অ্যানিমাল)
সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমাল)
সেরা সিনেমাটোগ্রাফার: জ্ঞান শেখর ভিএস (IB 71)
প্রমিসিং অভিনেতা: বিক্রান্ত মাসে (টুয়েলফথ ফেল)
প্রমিসিং অভিনেত্রী: আদা শর্মা (দ্য কেরালা স্টোরি)
সেরা বহুমুখী অভিনেত্রী: নয়নতারা

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী: করিশ্মা তান্না (স্কুপ)
ওয়েব সিরিজের সেরা অভিনেতা: শাহিদ কাপুর (ফরজি)

টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: রূপালী গঙ্গোপাধ্যায় (অনুপমা)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: নীল ভাট (গুম হ্যায় কিসিকে পেয়ার মে)
বছরের সেরা টেলিভিশন সিরিজ: গুম হ্যায় কিসিকে পেয়ার মে

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: মৌসুমী চট্টোপাধ্যায়
সঙ্গীতজগতে অসামান্য অবদান: কেজে ইয়েসুদাস


Previous articleকৃষক বিক্ষোভে উত্তাল পাঞ্জাব-হরিয়ানা, দিল্লি যাত্রা ঠেকাতে চলছে টিয়ার গ্যাস
Next articleফের বড়সড় সাফল্য পুলিশের! ১২ ঘণ্টা কাটতে না কাটতেই ডেবরায় সস্ত্রীক চিকিৎসক খুনে গ্রেফতার ২