Thursday, August 21, 2025

মোদিরাজ্যে তলানিতে শিক্ষাব্যবস্থা! বিধানসভায় কংগ্রেস বিধায়কের প্রশ্নের উত্তরে ‘বেফাঁস’ শিক্ষামন্ত্রী

Date:

এবার বড়সড় প্রশ্নের মুখে মোদিরাজ্য গুজরাটের (Gujrat) শিক্ষাব্যবস্থা (Education System)। এমন পরিস্থিতি যে স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার যেমন একেবারে তলানিতে ঠিক তেমনই ক্লাসরুমের হালও একেবারে তথৈবচ। এমনই অভিযোগ সামনে এনেছেন ডবল ইঞ্জিন গুজরাট সরকারের শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর (Kuber Dindo)। মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমনই একাধিক অভিযোগ সামনে আনেন তিনি। সূত্রের খবর, এদিন গুজরাটের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস (Congress) বিধায়ক কিরীট প্যাটেল। আর সেই প্রশ্নের উত্তরেই শিক্ষামন্ত্রী গুজরাটের শিক্ষাব্যবস্থার হাল হকিকত তুলে ধরেন। খোদ শিক্ষামন্ত্রীর এমন অভিযোগে লোকসভা নির্বাচনের আগেই মাথা নিচু হল গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের।

মঙ্গলবারই কংগ্রেস বিধায়ক কিরীট প্যাটেল গুজরাটের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র প্রচারই হয়েছে। কাজের কাজ কিছু হয়নি। গুজরাটকে মডেল রাজ্য তৈরি করতে গিয়ে শিক্ষাব্যবস্থার দিকেই নজর দেয়নি বিজেপি সরকার। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন শিক্ষাব্যবস্থার উন্নতির দিক থেকেও ভারতের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যেও নাম লেখাতে পারেনি গুজরাট। এরপরই বিধানসভায় রীতিমতো হইচই শুরু হয়ে যায়। কংগ্রেস বিধায়কের আরও অভিযোগ, ২০২৩ সালের রিপোর্ট দেখলে বোঝা যায়, গুজরাটের প্রাথমিক স্কুলগুলির ২৫ শতাংশ পড়ুয়াই নিজেদের রাজ্যের গুজরাটি ভাষাই ঠিকমতো পড়তে পারেনা। পাশাপাশি ৪৭.২০ শতাংশ পড়ুয়াও ইংরেজি পড়তে অক্ষম। এরপরই কংগ্রেস বিধায়কের অভিযোগ সত্যি মেনে নিয়ে শিক্ষামন্ত্রী নিজেই স্বীকার করে নেন, গুজরাটে মোট ৩৪১টি প্রাইমারি স্কুল রয়েছে যেখানে ক্লাসরুমের সংখ্যা মাত্র একটি। এছাড়া স্কুল তৈরির জন্য যে জমি দরকার তাও সেখানে পর্যাপ্ত নেই। তার ফলেই শিক্ষাব্যবস্থা তলানিতে ঠেকেছে।

তবে এখানেই থেমে থাকেননি শিক্ষামন্ত্রী। তিনি আরও অভিযোগ করেন, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট দেখলে জানা যায়, ১৪০০-র বেশি পদ এখনও ফাঁকা রয়েছে শিক্ষা দফতরে। এখনও পর্যন্ত মাত্র ৭৮১টি পদে চাকরি দেওয়া হয়েছে। ১৪৫৯টি পদ এখনও শূন্য রয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী এরপরই জানান, স্কুলের নতুন ক্লাসরুম তৈরিরও পরিকল্পনা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত ৬৫ হাজার ‘স্মার্ট ক্লাসরুম’ তৈরি করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

 

 

 

 

Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...
Exit mobile version