Thursday, August 21, 2025

বাংলা থেকে নিশ্চিত মাত্র দুটি আসন, দলীয় রিপোর্টে হতাশ বঙ্গ বিজেপি!

Date:

সোমনাথ বিশ্বাস

শিয়রে লোকসভা ভোট। কিন্তু এখনও ছন্নছাড়া বঙ্গ বিজেপি। কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকার সুবাদে এ রাজ্যের নেতানেত্রীরা লম্ফঝম্প করলেও বাস্তবের ছবিটা কিন্তু একেবারেই সুখকর নয় গেরুয়া শিবিরের জন্য। নিচুস্তরে
সংগঠনের বেহাল দশা। তাই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের যথেষ্ট রসদ থাকলেও তা মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ এ রাজ্যের নেতারা। সংবাদ মাধ্যমের উপর ভর করে সাময়িক প্রচারের আলোয় আসা যায় বটে, কিন্তু ভোট বাক্সে তার কোনও প্রতিফলন ঘটে না।

বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, এবার বাংলা থেকে মেরেকেটে ৭ থেকে ৮টি আসন পেতে পারে তারা। কিন্তু এর মধ্যেও নিশ্চিত আসন মাত্র দুটি। ফলে ২০১৯-এর ফলাফলের ভিত্তিতে ১০টির বেশি আসন এবার হারাতে পারে বিজেপি। এমনকি, লোকসভার আগে যে সন্দেশখালি নিয়ে মাতামাতি করছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, সেই বসিরহাট আসন জেতা তো দূরের কথা, দাঁত ফোটাতে পর্যন্ত পারবে না বিজেপি। দলের অন্দরে খবর, নদিয়ার রানাঘাট ও উত্তর ২৪ পরগনার বনগাঁ ছাড়া আর কোনও আসনে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বিজেপি।

গতবারের জেতা আসন দার্জিলিং নিয়েও ঘোর সংশয়, কারণ এই আসনে একটানা বিজেপি জিতে আসলেও সেই জয় কিন্তু স্থানীয় দলগুলির সমীকরণের উপর ভিত্তি করে। ফলে এই আসনও এবার অনিশ্চিত।

বঙ্গ বিজেপির এক রজ্যস্তরের নেতার কথায়, আগেরবারের তুলনায় বাংলায় অনেকেই খারাপ ফল হবে দলের। এমনকী, তৃণমূল যদি ৩৫ আসনের গণ্ডি পেরিয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু নেই। বিজেপির ওই নেতার দাবি, দিল্লি নেতৃত্বও জানে বাংলা থেকে ১০ থেকে ১২টি আসন এবার তাঁরা হারাতে চলেছেন। তাহলে এই ড্যামেজ কীভাবে কন্ট্রোল হবে? ওই নেতা জানান, দিল্লির নেতৃত্ব বাংলার এই আসন সঙ্কট উত্তরপ্রদেশ থেকে মেক-আপ করার কৌশল নিয়েছে। গতবার উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৬০টি আসন গিয়েছিল বিজেপির ঝুলিতে। বাংলায় তথৈবচ অবস্থা বুঝে এবার সেই সংখ্যা ৭০-এ নিয়ে যেতে মরিয়া অমিত শাহ-জে পি নাড্ডারা।

 

 

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version