Sunday, December 14, 2025

পাকিস্তানের ক্ষমতায় জোট সরকারই! শাহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পিপিপি চেয়ারম্যানের

Date:

Share post:

মঙ্গলবারই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানে (Pakistan) ক্ষমতায় ফিরছে জোট সরকার। আর বুধবার পিপিপি (PPP) চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি একদম স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister) হতে চলেছেন শাহবাজ শরিফ (Sahbaz Sharif)। আর রাষ্ট্রপতি হবেন আসিফ আলি জারদারি। নওয়াজ শরিফের দলের সঙ্গে যে হাতে হাত মিলিয়ে জোট সরকার গড়তে চলেছে পিপিপি তা মঙ্গলবার রাতেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন। পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ আর রাষ্ট্রপতি আসিফ জারদারি।

বিলাবল জানান, ‘‘পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে। এখন আমরা সরকার তৈরির জায়গায় পৌঁছে গিয়েছি।’’ অন্যদিকে শাহবাজ দাবি করেন, ইমরানের পিটিআই এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে পারেনি কিন্তু তাঁরা পৌঁছে গিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোটাভুটির ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, পিএমএল-এন জিতেছে ৭৫টি আসন, পিপিপি পেয়েছে ৫৪টি আসন। আর সবাইকে পিছনে ফেলে দিয়েছিল ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। তাঁরা জিতেছিলেন মোট ৯৩ আসনে। এই ফলের জেরে কোনও দলের পক্ষেই একক ভাবে সরকার গড়ার মতো পরিস্থিতি ছিল না।

কিন্তু মঙ্গলবার রাতে পরিষ্কার হয়ে যায়, পিপিপি এবং পিএমএল-এন জোট বেধে সরকার গড়তে চলেছে। পাশাপাশি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (MQMP) ১৭টি আসন নিয়ে জোটকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। ফলে ১৪৬ জন জয়ী সদস্যের সমর্থন নিয়ে পাকিস্তানের মসনদে বসতে চলেছেন শাহবাজ।

 

 

 

spot_img

Related articles

যুবভারতীর ঘটনায় ১০ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু বিধাননগর পুলিশের

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির G.O.A.T ইন্ডিয়া ট্যুরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী হয়েছে কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium) কার্যত তাণ্ডব চলেছে।...

শীত কি খানিকটা কমল? রবিবাসরীয় সকালে কলকাতায় সামান্য বাড়লো তাপমাত্রা!

ডিসেম্বরে জমিয়ে শীতের (Winter) আমেজ উপভোগ করা বাঙালির মনে হঠাৎ করেই খটকা, রবিবাসরীয় সকালে সেভাবে শীতের কাঁপন নেই।...

মারাদোনা থেকে মেসি, মহানগরীতে বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের নিয়ে আসা শতদ্রু আসলে কে?

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল- আর বাংলার সংস্কৃতি ও।কৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকা এই ফুটবলের প্রেমে চিরকাল বিভোর...

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...