Friday, December 19, 2025

পাকিস্তানের ক্ষমতায় জোট সরকারই! শাহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পিপিপি চেয়ারম্যানের

Date:

Share post:

মঙ্গলবারই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানে (Pakistan) ক্ষমতায় ফিরছে জোট সরকার। আর বুধবার পিপিপি (PPP) চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি একদম স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister) হতে চলেছেন শাহবাজ শরিফ (Sahbaz Sharif)। আর রাষ্ট্রপতি হবেন আসিফ আলি জারদারি। নওয়াজ শরিফের দলের সঙ্গে যে হাতে হাত মিলিয়ে জোট সরকার গড়তে চলেছে পিপিপি তা মঙ্গলবার রাতেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন। পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ আর রাষ্ট্রপতি আসিফ জারদারি।

বিলাবল জানান, ‘‘পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে। এখন আমরা সরকার তৈরির জায়গায় পৌঁছে গিয়েছি।’’ অন্যদিকে শাহবাজ দাবি করেন, ইমরানের পিটিআই এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে পারেনি কিন্তু তাঁরা পৌঁছে গিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোটাভুটির ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, পিএমএল-এন জিতেছে ৭৫টি আসন, পিপিপি পেয়েছে ৫৪টি আসন। আর সবাইকে পিছনে ফেলে দিয়েছিল ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। তাঁরা জিতেছিলেন মোট ৯৩ আসনে। এই ফলের জেরে কোনও দলের পক্ষেই একক ভাবে সরকার গড়ার মতো পরিস্থিতি ছিল না।

কিন্তু মঙ্গলবার রাতে পরিষ্কার হয়ে যায়, পিপিপি এবং পিএমএল-এন জোট বেধে সরকার গড়তে চলেছে। পাশাপাশি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (MQMP) ১৭টি আসন নিয়ে জোটকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। ফলে ১৪৬ জন জয়ী সদস্যের সমর্থন নিয়ে পাকিস্তানের মসনদে বসতে চলেছেন শাহবাজ।

 

 

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...