‘খালিস্তানি’ মন্তব্যের জের, শিখদের বিক্ষোভে শুভেন্দুর গ্রেফতারির দাবি

সামনেই ভোট, তাঁর আগে রাজনীতি করতে সন্দেশখালি যান শুভেন্দু। কিন্তু সেখানে পৌঁছনর আগেই শিখ আইপিএস আধিকারিককে 'খালিস্তানি' বলে কটাক্ষ করেন তিনি।

সন্দেশখালিতে ‘নাটক’ করে রাজ্যের উপর চাপ বাড়াতে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু বিতর্কিত মন্তব্যের জেরে এবার নিজেই ব্যাকফুটে গেরুয়া নেতা। মঙ্গলবারের পর আজ বুধেও মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির (BJP)দফতরের বাইরে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ চলছে। কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিক যশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলে অপমান করেছেন শুভেন্দু, প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এবার প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুললেন শিখরা। অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে।

সামনেই ভোট, তাঁর আগে রাজনীতি করতে সন্দেশখালি যান শুভেন্দু। কিন্তু সেখানে পৌঁছনর আগেই শিখ আইপিএস আধিকারিককে ‘খালিস্তানি’ বলে কটাক্ষ করেন তিনি। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে, পাশাপাশি গোটা শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। চাপে পড়ে বাধ্য হয়েই বিতর্ক নিয়ে মুখ খুলতে হয়েছে কেন্দ্রীয় বিজেপিকেও। এদিকে কলকাতায় বিজেপি দফতর ঘেরাও কর্মসূচি থেকে বারবার উঠছে ‘বিজেপি মুর্দাবাদ’ স্লোগানও। বিজেপি শিখবিরোধী, এই অভিযোগ তুলে মুনি লাল শিখ সঙ্গত গুরুদ্বার থেকে মুরলীধর সেন লেন পর্যন্ত একটি মিছিলও করা হয়।