Monday, November 10, 2025

‘খালিস্তানি’ মন্তব্যের জের, শিখদের বিক্ষোভে শুভেন্দুর গ্রেফতারির দাবি

Date:

সন্দেশখালিতে ‘নাটক’ করে রাজ্যের উপর চাপ বাড়াতে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু বিতর্কিত মন্তব্যের জেরে এবার নিজেই ব্যাকফুটে গেরুয়া নেতা। মঙ্গলবারের পর আজ বুধেও মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির (BJP)দফতরের বাইরে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ চলছে। কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিক যশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলে অপমান করেছেন শুভেন্দু, প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এবার প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুললেন শিখরা। অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে।

সামনেই ভোট, তাঁর আগে রাজনীতি করতে সন্দেশখালি যান শুভেন্দু। কিন্তু সেখানে পৌঁছনর আগেই শিখ আইপিএস আধিকারিককে ‘খালিস্তানি’ বলে কটাক্ষ করেন তিনি। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে, পাশাপাশি গোটা শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। চাপে পড়ে বাধ্য হয়েই বিতর্ক নিয়ে মুখ খুলতে হয়েছে কেন্দ্রীয় বিজেপিকেও। এদিকে কলকাতায় বিজেপি দফতর ঘেরাও কর্মসূচি থেকে বারবার উঠছে ‘বিজেপি মুর্দাবাদ’ স্লোগানও। বিজেপি শিখবিরোধী, এই অভিযোগ তুলে মুনি লাল শিখ সঙ্গত গুরুদ্বার থেকে মুরলীধর সেন লেন পর্যন্ত একটি মিছিলও করা হয়।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version