Wednesday, November 12, 2025

সরেজমিনে দেখতে সন্দেশখালিতে রাজীব কুমার, বৈঠক পুলিশকর্তাদের সঙ্গে

Date:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে নিয়ে ডিজি-র এলাকা ঘুরে দেখার প্রস্তুতি নেওয়া হয় পুলিশের তরফে। সন্দেশখালি পৌঁছেই থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজীব কুমার। রাতেও সন্দেশখালিতেই থাকবেন তিনি।

সন্দেশখালি নিয়ে যে কোনও রকম অভিযোগ প্রশাসনের কাছে নির্ভয়ে জানানোর বার্তা বারবার দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্য পুলিশের মহিলা প্রতিনিধিদল এলাকায় ঘুরে অভিযোগ নথিভুক্ত করার কাজও করেছেন। গোপণ জবানবন্দীর ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও হয়েছে তৃণমূলনেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই মঙ্গলবার নতুন করে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। যেখানে শিবপ্রসাদ হাজরা, ভানু মণ্ডল ও আমির আলি গাজির নামে গণধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার স্থানীয় এক মহিলার গোপণ জবানবন্দী নেওয়া হয় আদালতে।

এলাকায় নিরাপত্তা বাড়াতে নতুন করে ১০টি সিসিটিভি এলাকায় বসানো হয়, তার মধ্যে ত্রিমনী, খুলনা ফেরিঘাট, সন্দেশখালি বাজার এলাকাও রয়েছে। বুধবার সন্দেশখালি থানায় বৈঠকের পর ডিজি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সন্দেশখালি সরকারি আবাসনে পৌঁছে যান। সেখানে স্থানীয় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জিজ্ঞাসাবাদ করেন ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গ। রাতে আবাসনে থেকে সকালে ফের এলাকায় ঘোরার পরিকল্পনা রাজীব কুমার সহ পুলিশ আধিকারিকদের।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version