Sunday, November 9, 2025

সুরাটের নামী মডেলের মৃত্যুতে আইপিএলের তারকা ক্রিকেটারকে ডেকে পাঠাল পুলিশ

Date:

সুরাটের ২৮ বছরের নামী মডেল তানিয়া সিং আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, সেই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজস্থানের মেয়ে হলেও সুরাটের ভেসুতে হ্যাপি এলিগ্যান্সে থাকতেন ওই মডেল। সোমবার নিজের ফ্ল্যাট থেকে তানিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা জড়িয়ে রয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে ভেসুর পুলিশ। ফোন কল খতিয়ে দেখতে গিয়েই সানরাইজার্স হায়দরাবাদের এক তরুণ ক্রিকেটারের কথা জানতে পেরেছে। সেই অভিষেক শর্মাকেই এ বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ভেসু পুলিশ।

জানা গিয়েছে, তানিয়া শেষ ফোনটি অভিষেককে করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, অভিষেক এবং তানিয়ার প্রেমের সম্পর্কে কোনও গণ্ডগোল হওয়ায় আত্মহত্যা করেছেন ২৮ বছরের তরুণী। সেই বিষয়ে তদন্তের জন্যই অভিষেককে ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।হায়দরাবাদ টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার অভিষেক। টিমের হয়ে ৪৭টা ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার ক্রিকেটার মোট ৮৯৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭.৩৮। রয়েছে চারটে হাফ সেঞ্চুরিও। বাঁ হাতি স্পিনার সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। এ বার রঞ্জি মরসুমে পাঞ্জাবের হয়ে ৪টে ম্যাচ খেলে ১৯৯ রান করেছেন। এ বারের আইপিএলে চোখ অভিষেকের। হায়দরাবাদ তাঁকে রেখে দিয়েছে। প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ওয়ানিন্দু হাসারঙ্গাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে অরেঞ্জ আর্মিকে আইপিএল জেতাতে চান। তবে ওয়াকিবহালমহলের মত, মার্চে শুরু এবারের আইপিএল। এই কেসে জড়িয়ে গেলে আইপিএলে সমস্যায় পড়তে পারেন এই তরুণ ক্রিকেটার। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনতে পারে পুলিশ।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version