শীতের ইনিংস শেষে রাজ্যে ফিরছে গরম (Summer)। আর গ্রীষ্মের মরসুমে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা (Electricity) স্বাভাবিক রাখার বিষয়টি সুনিশ্চিত করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Govt of West Bengal)। আর সেই নির্দেশ মেনেই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার দায়িত্বপ্রাপ্ত সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। পাশাপাশি বৈঠকে বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
