Wednesday, December 3, 2025

কুণালের কুশপুতুল হাতবদলে হয়ে গেল শুভেন্দু! “ঐতিহাসিক” বলে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতার

Date:

হামলা, ভাঙচুর, সন্ত্রাস, কুৎসার রাজনীতি করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। নন্দীগ্রামে তৃণমূলের সহায়তা শিবিরে ভাঙচুরের ঘটনার পর নিগৃহীত দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে গতকাল, বুধবার সেখানে গিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতায় তাঁর অনুপস্থিতিতে তৃণমূল নেতার সুকিয়া স্ট্রিটের বাড়িতে হামলার চেষ্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের।বিজেপির পতাকা, পোস্টার নিয়ে বেশকিছু লোকজন সুকিয়া স্ট্রিটে তৃণমূল মুখপাত্রের বাড়ির সামনে ভাঙচুর ও হামলা চালানোর চেষ্টা করে। পাল্টা ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিরোধে নামে স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। দু’পক্ষের উপস্থিতিতে অশান্ত হয়ে ওঠে এলাকা। আর তাতেই পিছু হঠতে শুরু করে বিজেপি। এলাকা ছেড়ে কার্যত পালায় তারা।

এই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। তিনি লেখেন, “ঐতিহাসিক কুশপুতুলের বিশ্বরেকর্ড। এটি আমার নামে এনেছিল বিজেপির কয়েকজন, আমার বাড়ির সামনে পোড়াবে বলে। আমাদের সহকর্মীদের আতিথেয়তার আয়োজন দেখে এটা ফেলে ভয়েই পালিয়েছে। এরপর এটিতে শুভেন্দুর মুখের ছবি লাগিয়ে পুড়িয়েছে আমাদের সমর্থকরা। কুশপুতুলের অপূর্ব হাতবদল আগে দেখেছেন?”


Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...
Exit mobile version