Wednesday, December 3, 2025

“খালিস্তানি” বিতর্ক: আজ রাজ্যপালকে ডেপুটেশন দেবেন শিখ ধর্মগুরুদের প্রতিনিধিরা

Date:

শিখ সম্প্রদায়ের এক আইপিএস-কে “খালিস্তানি” তকমা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর দলবল। যার প্রতিবাদে গোটা দেশের শিখ সমাজ নিন্দায় সরব হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

এদিকে কলকাতায় বিজেপির পার্টি অফিস মুরলিধর সেন লেনে জাতীয় পতাকা হাতে নিয়ে লাগাতার ৪০ ঘণ্টারও বেশি ধর্না অবস্থান চলছে শিখ সমাজের। এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি শিখ সমাজের। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিক্ষোভের ঝাঁজ আরও বাড়িয়ে মূল অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ানোর কর্মদুটি নেওয়া হয়েছে বিজেপি দফতরের সামনে।

মুরলিধর সেন লেনের বিজেপি অফিসের সামনে খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে, এবং মন্তব্যকারী বিজেপি নেতাদের গ্রেফতারি ও ক্ষমাপ্রার্থনা দাবিতে শিখ সমাজের ধর্ণা অবস্থানের ৪০ ঘন্টা অতিক্রান্ত। কলকাতার ৫ টি গুরুদ্বারা থেকে ৭ প্রমুখ আজ বেলা পৌনে ১ টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তবে এই ৪০ ঘন্টায় মুরলীধর সেন লেন এর কার্যালয়ে কোনও বিজেপি নেতাদের দেখা যায়নি। অতএব এবার প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়ার জন্য নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হল শিখ সমাজ মঞ্চ থেকে।


Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...
Exit mobile version