Thursday, August 21, 2025

এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হার লাল-হলুদের

Date:

এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণেও গেলেও গোলের ব্যবধান বাড়াতের পারেনি কুয়াদ্রাতের দল। সেই গোল গুলো এলে ম্যাচের ফলাফল কিছু অন্য হতে পারত। এদিন লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দকুমার।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১৬ মিনিটের মাথায় নিশ্চিত গোল হাতছাড়আ করে জামশেদপুর। বল নিয়ে এগিয়ে চলেন সেভেরিও। বক্সের ঠিক বাইরে থেকে দূরপাল্লার শট। কিন্তু বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গিল।। নিশ্চিত গোল হাতছাড়া হয় জামশেদপুরের। এরপরই পাল্টা আক্রমণ চালায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৪৫ মিনিটে গোলের দরজা খোলে কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচের ৪৫ মিনিটে গোলক্ষককে বোকা বানিয়ে গোল করেন নন্দকুমার। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে কুয়াদ্রাতের দল। একের পর এক আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। তবে পাল্টা আক্রমণ করতে ভুল করেনি জেমশেদপুর। তবে এরই মধ্যে ম্যাচের ৭৫ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ। আরও একটি গোল হয়ে যেতে পারত ইস্টবেঙ্গলের। অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হল বিষ্ণুর। বার পোস্টে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৮০ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন মহেশ। এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় জামশেদপুর। যার ফলে ম্যাচের ৮১ মিনিটে সমতা ফেরায় তারা। ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান রেই। এরপর একের পর এক আক্রমণ চালায় জামশেদপুর। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে যায় জামশেদপুর। ফ্রি-কিক থেকে গোল করেন মানজোরো।

আরও পড়ুন- ধ.ষর্ণের অভিযোগে জে.ল আলভেজের, বড় শা.স্তির মুখে ব্রাজিলের তারকা ফুটবলার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version