টলিউডে (Tollywood) বিয়ের মরশুম। কাঞ্চন – শ্রীময়ীর পর এবার বিয়ে সারলেন পরিচালক সন্দীপ রায় পুত্র সৌরদীপ (Souradeep Ray)। ১২ বছরের প্রেম পর্ব সেরে এবার সত্যজিতের নাতির সঙ্গে সংসার পাতলেন শ্রীজাতা। তবে ঢাকঢোল পিটিয়ে নয়, চুপিসাড়ে সত্যজিতের বিশপ লেফ্রয় রোডের বাড়িতেই চার হাত এক হল। নিমন্ত্রণ পেল না টলিউডও!

রেডিও চ্যানেলে কাজ করতে গিয়ে শ্রীজাতার সঙ্গে আলাপ সন্দীপ পুত্রের। শ্রীজাতা বেহালায় থাকেন। প্রায় একযুগ ধরে প্রেম করার অবশেষে চারহাত এক হল। রায় পরিবার সূত্রে খবর সৌরদীপ বরাবরই তাঁর বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। তাই অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের নিকট আত্মীয়রাই নিমন্ত্রিত ছিলেন। ইন্ডাস্ট্রির কেউই উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, আগামী ১ মার্চ কলকাতার এক নামকরা ক্লাবে রিসেপশন হবে সৌরদীপ ও শ্রীজাতার (Souradeep and Sreejata Wedding)। সেখানে টলিউডের পাশাপাশি সাহিত্য জগতের বিশিষ্টরাও আসতে পারেন। পরিচালক হিসেবে দাদু সত্যাজিতের ‘ফটিক চাঁদ’ গল্প নিয়ে আত্মপ্রকাশ করেন সৌরদীপ। ছবিটি ভ্যাঙ্কুভারে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কারও পায়। সন্দীপ রায়ের ‘ও এল ডোরাডো’, ‘বাদশাহী আংটি’, ‘চার’, ছবিতে সহকারী ভূমিকাতেও দেখা গিয়েছি তাঁকে। তবে সিনেমা নয় আপাতত দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গেই নিজের বাস্তবের গল্পটা এগিয়ে নিয়ে যেতে চান সৌরদীপ রায়।
